আজ ২৩ জুন শুক্রবার জানুন আপনার আজকের দিনটি কেমন যাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

rashifol

Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আজ ২৩ জুন শুক্রবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।

১. মেষ রাশি :- আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ব্যবসায় সমস্যা থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আজ অর্থ উপার্জনের তুলনায় ব্যায় বেশি হতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ কোনো বিশেষ কাজ থাকলে তা স্থগিত রাখতে পারেন। কোনো অশুভ সংকেত পেলে তা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন।

২. বৃষ রাশি :- কর্ম ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। যারা ব্যবসা করুন তারা ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারেন। কেউ যদি আপনাকে সাহায্য করে তবে আপনার উপকারী হবে। যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।  ছোট খাটো সমস্যা ছাড়া শরীর ভালো থাকবে।

৩. মিথুন রাশি :- আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ পেতে পারেন। আজ পরিবারের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের কোনো কাছের লোকের দুঃসংবাদে ভেঙে পড়তে পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে। র্মক্ষেত্রে মনোমালিন্য হবে ফলে আপনার বদনামী হতে পারে।

আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে

৪.  কর্কট রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।

৫. সিংহ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

৬. কন্যা রাশি :-  আজ বাড়িতে অতিথি আসতে পারে। কাজে অনীহা দেখা দিতে পারে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন।  আজ উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাইরে যাবার সুযোগ আসতে পারে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন।

৭.  তুলা রাশি :- আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ব্যবসায় সমস্যা থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আজ অর্থ উপার্জনের তুলনায় ব্যায় বেশি হতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ কোনো বিশেষ কাজ থাকলে তা স্থগিত রাখতে পারেন। কোনো অশুভ সংকেত পেলে তা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন।

৮. বৃশ্চিক রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

আরো পড়ুন :- মঙ্গলের গোচরে তৈরি হয়েছে বিশেষ ষড়ষ্টক যোগ ! প্রভাবিত হবে বেশ কিছু রাশি

৯. ধনু রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

১০. মকর রাশি :- আজকে আপনার আমোদপ্রমোদ এবং মজার দিন। আকিজ কারো থেকে কোনো ভালো উপহার পেতে পারেন। আজ প্রেমের জট খুলে যেতে পারে। আজ সংসারের দায়িত্ব পালন করতে না পারায় সাংসারিক অশান্তি হতে পারে। আজ বুকের যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। আজ সন্তানের জন্য কষ্ট পেতে পারেন।

১১. কুম্ভ রাশি :- আজ স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে। আজ শারীরিক ও আর্থিক দিকে নজর রাখুন। আজ সকল কাজের জন্য সময় লাগতে পারে। পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আজ কোনো কারণেই প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। অতিরিক্ত রাগের জন্য নিজের ক্ষতি হতে পারে।

১২. মীন রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)

প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)

বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন