Bangla News Dunia , জ্যতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আজ ২৬ আগস্ট শনিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।
১. মেষ রাশি :- আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ব্যবসায় সমস্যা থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আজ অর্থ উপার্জনের তুলনায় ব্যায় বেশি হতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ কোনো বিশেষ কাজ থাকলে তা স্থগিত রাখতে পারেন। কোনো অশুভ সংকেত পেলে তা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন।
২. বৃষ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
৩. মিথুন রাশি :- আজ খুব ভালো একটা যোগাযোগ আপনার জন্য আসতে পারে। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে। আজ আবেগের বসে কোনো কাজ না করাই ভালো হবে। আজ অল্প সঞ্চয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। কোনো প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো হবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন।
৪. কর্কট রাশি :- আজ কোনো তৃতীয় ব্যাক্তির জন্য স্বামী – স্ত্রীর বিবাদ অনেক দূর যেতে পারে। প্রেম ভালোবাসার জন্য অনুকূল সময় আজ। আজ সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কিছু সমস্যায় পরে নাজেহাল হতে হবে। কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। আজ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
আরো পড়ুন :- রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি
৫. সিংহ রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।
৬. কন্যা রাশি :- পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হবার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে । আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক সমস্যা দেখা দিতে পারে। আজ যে কোনো দরকারি কাজ মেটাবার জন্য উপযুক্ত দিন।
৭. তুলা রাশি :- আজ স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে। আজ শারীরিক ও আর্থিক দিকে নজর রাখুন। আজ সকল কাজের জন্য সময় লাগতে পারে। পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আজ কোনো কারণেই প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। অতিরিক্ত রাগের জন্য নিজের ক্ষতি হতে পারে।
৮. বৃশ্চিক রাশি :- আজ আপনার বুদ্ধির ভুলে হাতের কাজ ফসকে যেতে পারে। আজ মানুষের সাথে বুদ্ধি করে কথা বলুন। ভাই ভাই বিবাদ হতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি আসতে পারে। টাকা একটু ভেবে চিনতে খরচ করুন। জীবনে উন্নতি আসলেও নিজেকে সংযম রাখুন।
আরো পড়ুন :- পুষ্য নক্ষত্রে প্রবেশ করছেন সূর্য ! ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির
আরো পড়ুন :- শুরু হয়েছে “পুরুষোত্তম মাস” ! জীবনে সাফল্য পেতে মেনে চলুন কিছু টিপস
৯. ধনু রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
১০. মকর রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।
১১. কুম্ভ রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।
১২. মীন রাশি :- আজ বাড়ির তৈরীর জন্য শুভ সময়। অতিরিক্ত রাগের কারণে আপনার ক্ষতি হতে পারে। বিপদে মাথা ঠান্ডা রাখুন। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। হঠাৎ কোনো রোগে ভুগতে পারেন। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে। আজ টাকা – পয়সায় ব্যাপারে কোনো মানুষের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা সঠিক কাজ হবে না।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না