Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ থেকেই। আপাতত অসম এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত। এরই মধ্যে আজ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের তাপমাত্রা
তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে টানা তিনদিন উত্তরবঙ্গের ৬ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৩ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ১৪ মার্চ হোলিতে ৪ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে।
আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন
দক্ষিণবঙ্গের আবহাওয়া
অন্যদিকে দাবদাহের পরিস্থিতি হবে দক্ষিণবঙ্গে। খুব সকালে এবং সন্ধেয় হালকা মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে প্রখর রোদে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াবে। আজ থেকে পারদ ঊর্ধ্বমুখী। আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। আগামী ১৬ মার্চ থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ৪-৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ থেকে ৯০ শতাংশের মতো। যেগুলি ভিতরের দিকে জেলা সেখানে ৭০ থেকে ৮০ শতাংশ।
আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন
আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন