আজ ৯ নভেম্বর মঙ্গলবার জানুন আপনার আজকের দিনটি কেমন যাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আজ ৯ নভেম্বর মঙ্গলবার আজকের দিনটি আপনার কেমন যেতে পারে দেখুন এক নজরে।

১. মেষ রাশি :- কাজের জন্য বিদেশে যাবার সুযোগ আসতে পারে। রাস্তায় সাবধানে চলুন , বিপদের আশংকা রয়েছে। কোনো নতুন ব্যবসায় পা বাড়ালে খুব ভালো ভাবে চিন্তা করে তবেই পা বাড়ান। আজ যেই কাজটি আপনার দ্বারা সম্বভ নয় সেই কাজ করতে যাবেন না।

২. বৃষ রাশি :- যারা কুটির শিল্পের সাথে যুক্ত তাদের অগ্রগতি আসবে। আজ আপনার থেকে কম বয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কর্ম জীবনে সফলতা আসবে। আজ আপনার রসিকতা আপনাকে বিপদে ফেলবে। আজ নতুন কোনো ব্যবসায় হাত দেবার জন্য খুবই শুভ দিন।

avilo home

৩. মিথুন রাশি :- যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ ও নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন। আজ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেম ভালোবাসার জন্য অনুকূল সময় আজ।

আরো পড়ুন :- নিজের রাশি অনুযায়ী কোন গ্রহ আপনার জন্য শুভ আর কোন গ্রহ অশুভ দেখে নিন

৪. কর্কট রাশি :- আজ নিজের অভিজ্ঞতার মাধ্যমে পরিবারের লোকের সমস্যার সমাধান করতে পারবেন। আজ অশান্তি থেকে সাবধান থাকুন। প্রেমিক বা প্রেমিকার সাথে তর্কে জয়লাভ করার ফলে মানসিক আনন্দ লাভ।  ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে , কাজে লাগাবার চেষ্টা করুন।

৫. সিংহ রাশি :- আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন।  আপনার কাছের মানুষের কাছে একই রকম প্রিয় থাকবেন আপনি। আজকে আপনার আমোদপ্রমোদ এবং মজার দিন। আজ নতুন বাড়ি তৈরির সুযোগ আসলে হাত ছাড়া না করে ভালো হবে।

৬. কন্যা :-  আজ আপনার প্রতিষ্ঠিত হবার সুযোগ আসতে পারে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদের জন্য সময়টি খারাপ। বাইরের লোকের সাথে বিবাদ হতে পারে। আজ আপনাকে ভীষণ ভাবে ঠকতে হতে পারে। নিজের কোনো কাছের লোকের দুঃসংবাদে ভেঙে পড়তে পারেন।

৭. তুলা রাশি :-  আজ শারীরিক সমস্যা থাকতে পারে। আজ বন্ধুর সাথে মতপাথক্য দেখা দিতে পারে। আজ আপনার সন্মানহানি ঘটতে পারে। আজ ব্যাক্তিগত ও পেশাগত জীবনে ঝামেলা দেখা দিতে পারে। আজ কোনো বাধার সমুখীন করতে হতে পারে।

৮. বৃশ্চিক :-  আজ স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে।  আজ শারীরিক ও আর্থিক দিকে নজর রাখুন। আজ সকল কাজের জন্য সময় লাগতে পারে। পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আজ কোনো কারণেই প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। অতিরিক্ত রাগের জন্য নিজের ক্ষতি হতে পারে।

৯. ধনু রাশি :- কোনো মানুষকে বাজে কথা বলে নিজেই কষ্ট পাবেন। মানুষের সেবা করতে পেরে মানসিক শান্তি লাভ হবে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ আয় বেশি হতে পারে। আজ কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনটি আপনার জন্য ভালো মন্দ মিশানো থাকবে। নিজের কোনো কাছের মানুষের অসুস্থতার জন্য বিষন্ন হয়ে পড়বেন।

১০. মকর :-  আপনার ভুল সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। প্রেমের সমস্ত বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। জীবনের কোনো মূল্যবান সিদ্ধান্ত আজ নিতে হতে পারে।  যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। আজ হঠাৎ কোনো কিছুর প্রাপ্তি হতে পারে। ব্যবসায় হঠাৎ লাভ আপনাকে হতচকিত করতে পারে।

১১. কুম্ভ :- পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হবার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে ।  আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক সমস্যা দেখা দিতে পারে। আজ যে কোনো দরকারি কাজ মেটাবার জন্য উপযুক্ত দিন।

১২. মীন :- আজ ব্যবসায় আপনার জন্য লাভ হতে পারে।  কর্ম জীবনে সফলতা আসবে। আজ নতুন কোনো পরিচিতকে হঠাৎ করে বিশ্বাস করবেন না। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ কোনো প্রকার অশান্তি থেকে দূরে থাকুন। আজকের দিনটি আপনার জন্য ভালো মন্দ মিশানো থাকবে। আজ কোনো মানুষের কাছে অপদস্থ হতে পারেন।

আরো পড়ুন :- বাস্তুর এই নিয়মগুলি সঠিক ভাবে পালন করলে জীবনে সাফল্য ও আর্থিক উন্নতি আসবেই

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন

 জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)

মো:- 9093476035
8906174912

অগ্রিম নাম বুকিং আবশ্যক

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন