Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সামনেই বিয়ে। তার আগে তাঁর হবু স্বামীর সঙ্গেই রাতের খাবার খেতে বেরিয়েছিলেন এক তরুণী। ডিনার খাওয়ার পর ২ জনে রাস্তা দিয়ে একটু হাঁটছিলেন। সামনেই বিয়ে। সেই আনন্দ আর ২ জনে একসঙ্গে সময় কাটানোর আনন্দ মিলিয়ে তরুণীর মন তখন খুশিতে ভরপুর।
সেই সময় একটি পুরনো জিনিসের দোকানে একটি জিনিস তরুণীর নজর কাড়ে। জিনিসটি একটি পেন্টিং। ফ্রেমে যত্ন করে বাঁধানো। তবে ফ্রেমটি কিছুটা নষ্ট হয়েছে। পেন্টিংটি ওই দোকানের এক কর্মচারি এনে সবে রেখেছিলেন।
ওই তরুণী নিছক কি আছে দেখার জন্য দোকানে ঢুকে সেটি দেখতে পান। দেখামাত্র তাঁর ভাল লেগে যায়। তিনি সেটি কিনবেন স্থির করেন। পুরনো জিনিসের দোকান। ফলে তার দাম খুব যে বেশি কিছু হবেনা তা তিনি জানতেন।
আরও পড়ুন:- বাড়িতে উইন্ডো এসি লাগাবেন নাকি স্প্লিট এসি? কিভাবে বুঝবেন, জানুন
২.৯৯ ডলারের মত দাম পড়ে সেটির। ভারতীয় মুদ্রায় আড়াইশো টাকার মতন। কিনে বাড়িতে আনার সময় তরুণীর পেন্টিংটির নিচের দিকে নজর যায়। সেখানে একটি নাম লেখা ছিল।
বাড়ি ফিরে তরুণী সেই লেখাটি পাঠোদ্ধার করে দেখেন লেখা আছে যোহান বার্থেলসেন। যোহান এক মার্কিন চিত্রকর। বিখ্যাত চিত্রকর। যাঁর এক একটি পেন্টিং বিপুল অর্থে বিক্রি হয়।
ওই তরুণীকে তাঁর পরিচিতরা পরামর্শ দেন যে পেন্টিংটি একবার অন্তত যেন তিনি যাচাই করে দেখেন সেটি আসল নাকি নকল। পুরনো জিনিসের দোকান থেকে পাওয়া। তাই সেটা নকলই হবে। এটা ভেবেও নিশ্চিত হতে সেটি যাচাই করান ওহিও-র বাসিন্দা ওই তরুণী।
যাচাই করতে গিয়ে তিনি জানতে পারেন নকল নয়, সেটি খোদ যোহানের আঁকা একটি চ্যাপেলের ছবি। পরে সেটি নিলামে বিক্রির জন্য দেন ওই তরুণী। যেটির নিলামে দাম ওঠে ২৮৭৫ ডলার। ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষ টাকার মতন।
নেহাতই অবহেলায় কেবল ভাল লেগেছে বলে আড়াইশো টাকায় কেনা পেন্টিং বিক্রি করে রাতারাতি আড়াই লক্ষ টাকা পেয়ে গেলেন ওই তরুণী। তাও ঠিক বিয়ের আগে।
আরও পড়ুন:- ঘুমের সঙ্গে রয়েছে ক্যানসারের যোগ ! কি জানালেন চিকিৎসক ?
আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় সাহায্য করতে কি এগিয়ে আসেন বাংলার মানুষ? জানুন সমীক্ষা কি বলছে