Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরম চামচ দিয়ে আড়াই বছরের শিশু কন্যার ঘাড়ে ছ্যাঁকা ৷ অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শিশুটির বাবা-মার ৷ ছ্যাঁকা দেওয়ার কারণ শুনে হতবাক তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার রেড্ডিয়ারচাত্রম ইউনিয়নের কান্নিভাড়ির কাছে সুরাইকাইপট্টি গ্রামে ।
স্থানীয় সূত্রে খবর, শিশুটির বাবা একজন দিনমজুর । এই শিশুটি-সহ তেরোজন একই এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে । শিশুটি সাধারণত তার মায়ের সঙ্গে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় এবং একা বাড়ি ফিরে আসে । সেরকম 15 এপ্রিল সে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিল ৷ সেখান থেকে বাড়ি ফিরে এলে শিশুটিকে খুব মনমরা দেখায় । সঙ্গে সঙ্গে বাবা-মা শিশুটিকে জিজ্ঞেস করে তার কী হয়েছে, শিশুটি তখন কাঁদতে শুরু করে ৷ সে বাবা-মাকে বলে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী চামচ দিয়ে তার ঘাড়ে ছ্যাঁকা দিয়েছে ।
শিশুর মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান বাবা-মা ৷ সোজা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে কর্মী চেল্লাম্মালকে জিজ্ঞাসা করেন কেন শিশুটিকে ছ্যাঁকা দেওয়া হল ৷ ওই অঙ্গনওয়াড়ি কর্মী উদাসীনভাবে বলেন, “যদি শিশুরা কথা না শোনে তাহলে আমি তাদের গরম চামচ দিয়ে এই ভাবেই ছ্যাঁকা দেব ।” এরপরেই অঙ্গনওয়াড়ি কর্মী চেল্লাম্মাল এই বিষয়ে জিজ্ঞাসা করতে আসা অভিভাবকদের সঙ্গে তীব্র তর্ক-বিতর্ক করেন বলে অভিযোগ ।
আরও পড়ুন:- কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
অভিভাবকরা তাৎক্ষণিকভাবে অঙ্গনওয়াড়ি কর্মী চেল্লাম্মলের বিরুদ্ধে কান্নিওয়াড়ি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং অঙ্গনওয়াড়ি কর্মী চেল্লাম্মলের বিরুদ্ধে সক্রিয়ভাবে তদন্ত শুরু করে । এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে । তাছাড়া, অঙ্গনওয়াড়ি কর্মী চেল্লাম্মলের বিরুদ্ধে একটি শিশুকে চামচ দিয়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনায় তামিলনাড়ুজুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ তার কঠোর শাস্তি চেয়েছে সকলে ৷
উল্লেখ্য, এর আগে 4 এপ্রিল এরকমই একটি ঘটনা ঘটেছিল তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার বলুরের কাছে সেনগুনমের কোল্লামেদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৷ পুষ্টিকর খাবারের সঙ্গে ডিম দেওয়া হচ্ছে না কেন, তা জিজ্ঞাসা করায় শিশুদের ঝাড়ু দিয়ে আক্রমণ করা হয়েছিল ৷ স্কুলের কর্মীরা ছাত্রদের মারধর করে বলে অভিযোগ ওঠে, যাতে বিতর্কের সৃষ্টি হয় । তারপর ফের গরম চামচ দিয়ে শিশুকে ঘাড়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য ৷
আরও পড়ুন:- ৫০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে, নতুন টেকনিকটা জানুন