আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Duna , পল্লব চক্রবর্তী :- আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত

রবিবার সকাল মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঠিক কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্নহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷

প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷ বিহারের পাটনার ছেলে সুশান্ত সিং অভিনয় জগতে পা রাখেন ছোট পর্দা থেকেই ৷ তাঁর অভিনীত কিস দেশ মে হ্যায় মেরা দিল, পবিত্র রিস্তা- থেকে ঘরে ঘরে সবাই চিনতে শুরু করেন সুশান্ত সিং রাজপুতকে ৷

ms-dhoni-sushant-singh-rajput-3

‘কই পো চে’ ছবি থেকেই বলিউডের নায়কের পরিচয় পান সুশান্ত সিং রাজপুত ৷ তার সবচেয়ে চর্চিত ছবি এমএস ধোনির বায়োপিকে অভিনয়। তাকে অভিনয় জগতে উচ্চতা দেয়। বড় পর্দায় তাঁর শেষ ছবি ‘ছিছোড়ে’ ৷ তবে নেটফ্লিক্সের ছবি ‘ড্রাইভ’-এ তাঁকে দেখা গিয়েছিল শেষবার ৷ এছাড়াও বহু বিজ্ঞাপনের মুখ ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পেয়ে রীতমতো চমকে উঠেছে বলিউড থেকে সাধারণ মানুষ ৷

Highlights

1. আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত

2. তার সবচেয়ে চর্চিত ছবি এমএস ধোনির বায়োপিকে অভিনয়

# Film

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন