Bangla News Duna , পল্লব চক্রবর্তী :- আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত ৷
রবিবার সকাল মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঠিক কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্নহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷
প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷ বিহারের পাটনার ছেলে সুশান্ত সিং অভিনয় জগতে পা রাখেন ছোট পর্দা থেকেই ৷ তাঁর অভিনীত কিস দেশ মে হ্যায় মেরা দিল, পবিত্র রিস্তা- থেকে ঘরে ঘরে সবাই চিনতে শুরু করেন সুশান্ত সিং রাজপুতকে ৷
‘কই পো চে’ ছবি থেকেই বলিউডের নায়কের পরিচয় পান সুশান্ত সিং রাজপুত ৷ তার সবচেয়ে চর্চিত ছবি এমএস ধোনির বায়োপিকে অভিনয়। তাকে অভিনয় জগতে উচ্চতা দেয়। বড় পর্দায় তাঁর শেষ ছবি ‘ছিছোড়ে’ ৷ তবে নেটফ্লিক্সের ছবি ‘ড্রাইভ’-এ তাঁকে দেখা গিয়েছিল শেষবার ৷ এছাড়াও বহু বিজ্ঞাপনের মুখ ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পেয়ে রীতমতো চমকে উঠেছে বলিউড থেকে সাধারণ মানুষ ৷
Highlights
1. আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত
2. তার সবচেয়ে চর্চিত ছবি এমএস ধোনির বায়োপিকে অভিনয়
# Film