আত্মপ্রকাশের প্রস্তুতি টেসলার, চলতি বছরের শেষে ভারতে আসছেন এলন মাস্ক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : চলতি বছরের শেষ দিকে ভারতে আসছেন টেসলা এবং স্পেস এক্সের সিইও এলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাঁর। তার একদিন পরই মাস্ক জানালেন, তিনি এই বছরের শেষ দিকে ভারতে তাঁর বহু প্রতীক্ষিত সফরে আসবেন। ভারতীয় বাজারে টেসলার গাড়ির আত্মপ্রকাশের আগে সমস্ত প্রস্তুতি খতিয়ে মাস্কের এই সফর বলে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

টেসলা আগামী কয়েক মাসে ভারতীয় বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থাটি এ বছরের শেষ দিকে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুতে গাড়ি বিক্রি শুরুর পরিকল্পনা নিয়েছে।

এদিকে, এক্সে একটি পোস্টে মাস্ক বলেছেন, ’প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলা সম্মানের।’ এমন এক সময়ে মোদির সঙ্গে কথা বলেছেন মাস্ক, যখন দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে। ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারত সফরে আসছেন। বৈঠক হবে বাণিজ্য চুক্তি ও শুল্ক সংক্রান্ত পার্থক্য দূর করা নিয়ে। তার আগে মাস্ক ও মোদির বার্তালাপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন