“আদালত ওয়াকফ আইন স্থগিত করতে পারে না’, সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে সুপ্রিম কোর্টে নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র (Centre on Waqf Act)। শুক্রবার এনিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি হলফনামা পেশ করেছে তারা। হলফনামায় কেন্দ্রের দাবি, যে কোনও পরিস্থিতিতে তারা ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

কেন্দ্রের বক্তব্য, যৌথ সংসদীয় কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে। যার ফলে আদালতও এই সংশোধিত আইনকে স্থগিত করতে পারে না। সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো হলে তা আসলে ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করবে বলেও মত কেন্দ্রের।

প্রসঙ্গত, বহু বিতর্কের পর সংসদের উভয়কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল পাশ হয়। পরে তাতে রাষ্ট্রপতি সাক্ষর করলে তা আইনে পরিণত হয়। এই আইন নিয়ে মূল বিতর্ক তৈরি হয় ওয়াকফ কাউন্সিলে দু’জন অমুসলিম সদস্যদের নেওয়ার বিধানকে কেন্দ্র করে। এছাড়াও ‘ওয়াকফ বাই ইউজার’ ধারাটিও কেন্দ্র বাতিল করে দেওয়ায় প্রশ্ন উঠে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত আগামী শুনানি পর্যন্ত এই বিষয়টিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল। এরপরই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচারব্যবস্থাকে আক্রমণ শানিয়ে বলেন, ‘সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চাইলে দেশে সংসদের প্রয়োজন নেই। সংসদ বন্ধ করে দিলেই হয়।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন