Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার যাদবপুর নিয়ে বেলাগাম বিজেপি বিধায়ক। এবিভিপি ও বিজেপিকে আধঘন্টা ছেড়ে দিলে সব ঠান্ডা করে দেবে, বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি গত বিধানসভা নির্বাচনে তৃনমূল, সিপিএম ও সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি আরেকদিকে ছিল। ভোটার কার্ড ইস্যুতেও কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন অমর নাথ শাখা।
যাদবপুর নিয়ে তৃনমূল ও সিপিএম লুকোচুরি খেলা চলছে। কেন্দ্র বিবেচনা করে এবিভিপি ও বিজেপিকে আধঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেবে। এই ভাবেই বাঁকুড়ার ওন্দার এক কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক হুঁশিয়ারি দেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি গত বিধানসভা নির্বাচনে তৃনমূল, সিপিএম ও সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি আরেকদিকে ছিল। সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার উদ্যেশ্যেই যাদবপুরে এই অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।
আরও পড়ুন:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা দেওয়া হল। কারা পেল? না পেলে কি করবেন দেখুন
ভোটার কার্ড ইস্যুতেও এদিনের কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন অমর নাথ শাখা। তাঁর দাবি বিভিন্ন রাজ্য থেকে হিন্দি ভাষাভাষি মানুষ কাজের জন্য এ রাজ্যে এসে এ রাজ্যের ভোটার হয়েছেন। তাঁরা নিজেদের রাজ্যের অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে সমর্থন করেন। সেই হিন্দি ভাষাভাষি ভোটারদের চালাকি করে বাদ দিতেই তৃনমূল এখন দলীয়ভাবে সমীক্ষা চালাচ্ছে। এদিনের কর্মী সভা থেকে দলীয় কর্মীদের পাল্টা সমীক্ষা করার নির্দেশ দিয়ে অমরনাথ শাখা বলেন, তৃনমূলের সমীক্ষা শেষ হওয়ার পর বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা ধরে আমাদেরও সমীক্ষা করতে হবে। বিশেষ করে নজর রাখতে হবে চাকুরিজীবিদের উপর। কারন তাঁদের অনেকের কর্মক্ষেত্রেও ভোটার লিস্টে নাম রয়েছে আবার গ্রামের বাড়িতেই নাম রয়েছে।
এদিনের কর্মী বৈঠক থেকে ওন্দার বিডিওকেও একহাত নেন অমরনাথ শাখা। তাঁকে ববি হাকিমের জামাই এবং ভাগ্নে বলে উল্লেখ করে তাঁর দাবি তিনি মাওবাদীদের মতো আচরণ করছেন। এলাকায় বিভিন্ন অনৈতিক কাজ করছেন। তার প্রতিবাদে আগামিদিনে তাঁকে ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দেন অমরনাথ শাখা। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃনমূল।
আরও পড়ুন:- দোলপূর্ণিমা ঠিক কখন পড়ছে? জেনে নিন পুজোয় শুভ সময় ও তিথি
আরও পড়ুন:- ১২০টি দেশে ভিসা-হীন এন্ট্রি! কর দিতেও হবে না, কিভাবে মাস্টারস্ট্রোক দিলেন ললিত মোদী ? জেনে নিন