আধারে বায়োমেট্রিক আপডেট না করলেই বিপদ ! দেখুন নয়া নির্দেশিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের কোটি কোটি নাগরিকের পরিচয়পত্র বলতে প্রথমেই মাথায় এসে আধার কার্ডের (Aadhaar Card) কথা। অথচ অনেকেই জানে না যে, এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। হ্যাঁ, এই বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গড়িয়েছে। তবে সে সমস্ত বিতর্কের মধ্যে UIDAI একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যা সরাসরি আধার কার্ডধারীদের উপর প্রভাব ফেলছে।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

বাচ্চার বয়স সাত পেরোলাই করতে হবে এই কাজ

UIDAI জানিয়েছে, যে সমস্ত শিশুদের ছোটবেলায় আধার কার্ড করা হয়েছিল, তাদের বয়স সাত বছর পৌঁছলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করতে হবে। কারণ ছোট বয়সে বায়োমেট্রিক তথ্য নিলে পরবর্তী বয়সে তা মেলে না। অর্থাৎ আপনার সন্তানের আধার কার্ডকে যদি ভবিষ্যতে সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই সময়মতো বায়োমেট্রিক আপডেট করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

তবে অনেকেই ভাবতে পারেন যে, আধার আপডেট অনলাইনেই করা যায়। কিন্তু ওই বায়োমেট্রিক আপডেট একমাত্র জিনিস, যা আপনি বাড়িতে বসে করতে পারবেন না। এর জন্য আপনাকে নিকটবর্তী কোনও আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আর আপডেটের জন্য নিয়ে যেতে হবে বাচ্চাকে। কারণ তার বায়োমেট্রিক সংগ্রহ করা হবে।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন