আধার কার্ডের সংশোধন এবার অনলাইনেই করা যাবে !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

খড়দহের পোস্ট অফিসের বাইরে ভোর থেকে লম্বা লাইন। আধার কার্ডের নাম বা ঠিকানা সংশোধন করতে গিয়ে এভাবেই ঘেমে-নেয়ে কষ্টে পড়ছেন অনেক মানুষ।

সকাল সকাল এসে দাঁড়ালেও শেষ পর্যন্ত জানতে হয়—নেটওয়ার্ক কাজ করছে না! এ অভিজ্ঞতা নতুন নয়, দেশের নানা প্রান্তেই প্রায় রোজ এমন হয়রানি সহ্য করতে হয় সাধারণ মানুষকে।

এই সমস্যার সমাধান আনতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) এক নতুন মোবাইল অ্যাপ আনছে। নাম হবে এম-আধার (m-aadhar) ।

সরকারি সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আসছে নভেম্বরেই গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এই নতুন আপডেট পাওয়া যাবে।

নতুন অ্যাপের সুবিধা

স্মার্টফোন থেকেই নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বরের মতো তথ্য বদলানো যাবে।

পোস্ট অফিস বা আধার সেবা কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দরকার হবে না।

ফেস আইডি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি থাকায় পরিষেবা হবে দ্রুত ও নিরাপদ।

ভেরিফিকেশন পদ্ধতি

অ্যাপে আপডেট করতে জন্ম সনদ, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড বা ১০০ দিনের কাজের জব কার্ডের তথ্য ব্যবহার করা যাবে।

ঠিকানা যাচাই করতে লাগবে বিদ্যুতের বিলের মতো সহজ নথি। কিউআর কোড স্ক্যান করে তথ্য মিলিয়ে দেখার ব্যবস্থাও থাকবে, যা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কয়েকটি সরকারি অফিসে ব্যবহার করা হয়েছে।

শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা

৫-৭ বছর ও ১৫-১৭ বছর বয়সী পড়ুয়াদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করতে স্কুল বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করছে UIDAI।

সব মিলিয়ে বলা যায়, নতুন এম-আধার অ্যাপ চালু হলে ঘরে বসেই আধার কার্ডের তথ্য সংশোধনের ঝক্কি অনেকটাই কমে যাবে। আর গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ হবে সাধারণ মানুষের।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন