আধার, ভোটার কার্ডের বদলে নতুন কার্ড চালু ! এটি সবাইকে করতে হবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড, ভোটার আইডি ও পাসপোর্ট পরিচয়ের গুরুত্বপূর্ণ নথি। তবে, এসব নথি নাগরিকত্বের নিশ্চিত প্রমাণ দেয় না। তাই, কেন্দ্রীয় সরকার ‘সিটিজেন কার্ড’ চালু করতে চলেছে, যা একইসঙ্গে পরিচয় ও নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

সিটিজেন কার্ড কী এবং এটি কেন চালু করা হচ্ছে?

সিটিজেন কার্ড হল একটি আধুনিক পরিচয়পত্র, যা শুধুমাত্র ভারতের বৈধ নাগরিকদের জন্য বরাদ্দ করা হবে। এতে থাকবে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (Unique Identification Number – UIN), যা নাগরিকের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করবে।

এই কার্ড কেন গুরুত্বপূর্ণ?

একটিমাত্র নথিতে পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ থাকবে।

সরকারের কাছে সঠিক নাগরিক তথ্য থাকবে, যা জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক।

অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ সহজ হবে।

সরকারি পরিষেবাগুলো আরও সহজলভ্য হবে।

সিটিজেন কার্ড কীভাবে কাজ করবে?

1) পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করবে

এটি একক নথি হিসেবে কাজ করবে, ফলে নাগরিকদের আর আলাদা আলাদা পরিচয়পত্র বহন করতে হবে না।

2) সরকারি পরিষেবা সহজলভ্য হবে

নাগরিকদের তথ্য সরকারি ডাটাবেসে সংরক্ষিত থাকলে সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা পাওয়া আরও সহজ হবে।

3) জাতীয় নিরাপত্তা উন্নত হবে

সিটিজেন কার্ডের মাধ্যমে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা সহজ হবে, যা দেশের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন