আনলকে সংক্রমণ নিয়ে গভীর চিন্তায় এইমস, কলকাতার চিন্তার কারণ ফ্ল্যাটবাড়ি

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia : S. Datta Roy –  সারা দেশ ব্যাপী  লকডাউন করা হলেও করোনার সংক্রমণ এখনো দেশে অব্যাহত। প্রতিদিনই নতুন  সংক্রমণ হচ্ছে। ৪ র্থ পর্যায়ের লকডাউনের শেষ দিনেই নতুন করে ৮৩৮০ জন আক্রান্ত .হয়েছে,  অবদি এটাই সবচেয়ে বেশি । গত ২৪ ঘন্টায় করোনাতে মৃত্যু ৫০০০ গেলো। সরকারি তথ্য অনুসারে এখনো অবদি ১,৮২,১৪৩ জন মানুষ আক্রান্ত হয়েছে। আগামী দিনে এটা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণের বিচারে ভারত এখন ৮ ম। পাশাপাশি কেন্দ্রীয়  মন্ত্রক  জানা যায় – গত ২৪ ঘন্টায় ৪১৬৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছে।

 

corona

 

তবে এইমসের বিশেষজ্ঞরা বলেছেন -ভারতে এখনো করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। তাদের মতে -নাগরিকদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হবে না হলে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে। তাঁরা আস্তে আস্তে নিষেধাজ্ঞা তোলার উপরেই জোর দিয়েছেন। চীনের প্রসঙ্গ  এনে তারা -বলেন লকডাউন  পরেও প্রচুর পরিমানে টেস্ট করার উপর জোর দিতে হবে এবং সেই সঙ্গে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেদিকেও নজর দিতে হবে। দেশের উপসর্গহীন রুগীদের নিয়েই সবথেকে বেশি চিন্তা। দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের  সংখ্যা সবচেয়ে বেশি।মৃত্যুর সংখ্যা ২১৯৭। আর আক্রান্ত ৬৫১৫৮ জন।

 

 

এদিকে কলকাতার দুশ্চিন্তা বাড়াচ্ছে ফ্ল্যাটগুলি। কলকাতা পৌরসভা সূত্রের খবর অনুযায়ী -শহরে করোনা আক্রান্ত নাগরিকদের ৬৫ % ই ফ্ল্যাটে থাকে। পৌরসভা এইজন্য কোনো ফ্ল্যাট থেকে আক্রান্তের খবর পেলে আশপাশের বাড়িতেও সোয়াব টেস্ট করা হচ্ছে। পৌরসভা সূত্রের খবর- এখন যাদবপুর ,আলিপুর ,কসবা ,ফুলবাগান ,কাঁকুড়গাছি  এলাকার ফ্ল্যাটের বাসিন্দারাই বেশি আক্রান্ত।

 

Highlights

 

১.  এইমসের বিশেষজ্ঞরা বলেছেন -ভারতে এখনো করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি।

২.  লকডাউনের শেষ দিনেই নতুন করে ৮৩৮০ জন আক্রান্ত .হয়েছে। 

৩.  কলকাতাতে ফ্ল্যাট এর বাসিন্দারাই বেশি আক্রান্ত হচ্ছে। 

AIIMS    #  Flat   #  Corona 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন