আন্তর্জাতিক মঞ্চে ফের সপাটে চড় খেলো পাকিস্তান !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আন্তর্জাতিক মঞ্চে ফের সপাটে চড় খেলো পাকিস্তান ! পাকিস্তান সম্প্রতি রাশিয়ায় আয়োজিত সাংহাই সহযোগ সংগঠনের বিশেষ বৈঠকে ভারতের সীমানা নিজেদের দেখিয়ে একটি ভুয়ো নকশার ব্যবহার করে। তারপরই বৈঠকে ছেড়ে বেরিয়ে যান ভারতীয় প্রতিনিধি। এর পর আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া পাকিস্তানকে হুঁশিয়ারি দেয়। পাকিস্তানের আগ্রাসী কাজের তীব্র বিরোধিতা করে ভারত।

china

প্রসঙ্গত রাশিয়ায় মঙ্গলবার আয়োজিত সাংহাই সহযোগ সংগঠনের সদস্য দেশদের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক হয়। সেই বিশেষ পাকিস্তান নিজেদের নতুন মানচিত্র পেশ করে। আর এই অবাঞ্চিত এই নতুন মানচিত্রকে ভারত কাল্পনিক এবং পুরোপুরি ভুয়ো বলে আখ্যা দেয়। কিন্তু কিছুদিন আগেই পাকিস্তানের ইমরান খান সরকার সম্প্রতি এই নকশাকে তাদের সংসদে মঞ্জুরি দিয়েছে। কিন্তু ওই বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেই নতুন নকশার বিরোধিতা করে সেই বৈঠক ছাড়ার সিদ্ধান্ত নেন।

তারপরই ভারতীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতে জানিয়ে দেয় পাকিস্তানের সরকার ও নিরাপত্তা উপদেষ্টা ইচ্ছে করে একটি কাল্পনিক নকশা পেশ করেন।  তারপরই রাশিয়ার তরফ থেকে ভারতকে পুরোপুরি ভরসা দেওয়া হয়  তাঁরা কোনো ভাবেই পাকিস্তানের এই কাজকে সমর্থন করবে না। তারপর এই কাজের জন্য রাশিয়ার তরফে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে সতর্ক করে দেয়া হয়।

আরো পড়ুন :- চাকরিপ্রাথীদের জন্য সুখবর ! ১০ হাজার শূন্যপদে নিয়োগ ঘোষণা শ্রম মন্ত্রকের

উলেখ্য সেই মানচিত্রে পাকিস্তান ভারতের লাদাখ ও জম্মু কাশ্মীরের শিয়াচেন-এর সঙ্গে সঙ্গে গুজরাটের জুনাগড় আর সর ক্রীককে নিজেদের বলে জানিয়েছে। একে পুরোপুরি বাতিল করেছে ভারত।

Highlights

1. আন্তর্জাতিক মঞ্চে ফের সপাটে চড় খেলো পাকিস্তান !

2. গুজরাটের জুনাগড় আর সর ক্রীককে নিজেদের বলে জানিয়েছে

#LOC #MAP #INDIA #PAK

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন