Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আন্তর্জাতিক মঞ্চে সপাটে চড় খেলো পাকিস্তান। United Nations Security Council-র পরিষদে ফের ভারতকে বদনাম করতে গিয়ে ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের। প্রসঙ্গত United Nations Security Council বুধবার বিশ্বের জঙ্গি নিষেধাজ্ঞা সমিতি দুই ভারতীয় নাগরিককে জঙ্গি আখ্যা দেওয়ার পাকিস্তানের কু- প্রচেষ্টাকে সম্পূর্ন খারিজ করে দেয়।
এক্ষেত্রে পাকিস্তানের তরফে চেষ্টা ছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কলংকিত করার। কিন্তু ভারতীয় নাগরিকদের জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করলেও পাকিস্তান কোন জোরালো প্রমাণই পেশ করতে পারেনি। এই চেষ্টা ছিল , পাকিস্তানের জইশ এর প্রধান মাসুদ আজাহারকে বৈশ্বিক জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া ভারতের চেষ্টার সফলতার জবাব হিসেবে দেয়া । কিন্তু পাকিস্তান যে চার ভারতীয় নাগরিককে জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল তাঁরা হল আঙ্গারা আপ্পাজি, গোবিন্দ পট্টনায়ক, অজয় মিস্ত্রি আর বেনুমাধব ডোংরা।
পাকিস্তান-র তরফে অভিযোগ ছিল , এরা সবাই আফগানিস্তান জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান আর জামাত-উল-অজরার অংশ। তবে পাকিস্তানের প্রচেষ্টাকে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম ব্যর্থ করে দেয়। এই দেশ গুলি পাকিস্তানের কাছে ভারতের এই নাগরিকদের জঙ্গি আখ্যা দেওয়ার জন্য নির্দিষ্ট প্রমাণ চেয়েছিল। United Nations Security Council-র তরফ থেকে জানানো হয় , চারজনকে জঙ্গি তকমা দেওয়ার জন্য পাকিস্তান কোন যথেষ্ট প্রমাণ দিতে পারে নি।
United Nations Security Council-র ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমুরতি ট্যুইট করে বলেন, পাকিস্তানের কু -প্রচেষ্টাকে সংযুক্ত রাষ্ট্র পরাস্ত করে দিয়েছে। আমরা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, যারা পাকিস্তানের প্রচেষ্টাকে বিফল করে দিয়েছে।
Highlights
1. আন্তর্জাতিক মঞ্চে সপাটে চড় খেলো পাকিস্তান
2. ভারতীয় নাগরিককে জঙ্গি আখ্যা দেওয়ার পাকিস্তানের কু- প্রচেষ্টাকে সম্পূর্ন খারিজ করে দেয়
#UN #India #PAK #Council