Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংরক্ষিত উত্তর সেন্টিনেল দ্বীপে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হল এক মার্কিন নাগরিককে। ২৪ বছর বয়সি ওই যুবকের নাম মিখাইলো ভিখটোরোভিচ পলিয়াকোভ, যিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত। গত ৩১ মার্চ, সিআইডি তাঁকে গ্রেফতার করে।
গোপনে দ্বীপে প্রবেশের চেষ্টা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ মার্চ রাত ১টা নাগাদ কুরমা ডেরা বিচ থেকে একটি নৌকা নিয়ে রওনা দেন মিখাইলো। উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের জন্য সঙ্গে নিয়েছিলেন নারকেল ও ঠান্ডা পানীয়। পরদিন সকাল ১০টায় দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে পৌঁছন। বাইনোকুলার দিয়ে পর্যবেক্ষণ করলেও সেখানকার বাসিন্দাদের দেখা পাননি। পাঁচ মিনিট দ্বীপে অবস্থানের পর কিছু বালি সংগ্রহ করে, খাবার রেখে ফিরে আসেন।
সন্ধ্যা ৭টায় কুরমা ডেরা বিচে পৌঁছলে স্থানীয় মৎস্যজীবীদের নজরে পড়েন ওই যুবক। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দ্বীপে প্রবেশের কথা স্বীকার করেন।
আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো
পুলিশি তদন্ত ও অভিযুক্তের পরিকল্পনা
আন্দামান ও নিকোবর পুলিশের ডিজিপি এইচ এস ধালিওয়াল জানিয়েছেন, অভিযুক্ত কী উদ্দেশ্যে সংরক্ষিত দ্বীপে প্রবেশের চেষ্টা করেছিলেন তা তদন্ত করা হচ্ছে। পোর্ট ব্লেয়ারে যে হোটেলে তিনি ছিলেন, সেখানকার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খুব পরিকল্পিতভাবে এই দুঃসাহসিক অভিযান করেন। তিনি সমুদ্রের পরিস্থিতি, জোয়ার-ভাটার সময় সম্পর্কে গবেষণা করেছিলেন। জিপিএস নেভিগেশনের সাহায্যে নৌকা চালিয়ে দ্বীপে পৌঁছন। তাঁর কাছ থেকে একটি গো-প্রো ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে দ্বীপে যাওয়ার ভিডিও রয়েছে।
এর আগেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা
তদন্তে উঠে এসেছে, এর আগেও মিখাইলো একাধিকবার সংরক্ষিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছিলেন।
অক্টোবর ২০২৩: আন্দামান দ্বীপে এসে কায়াক নিয়ে উত্তর সেন্টিনেল দ্বীপে যেতে চেয়েছিলেন, তবে হোটেল কর্মীরা তাঁকে বাধা দেন।
জানুয়ারি ২০২৪: বারতাং দ্বীপে গিয়ে বেআইনি ভাবে জারওয়া জনজাতির ভিডিও রেকর্ড করেন।
বেআইনি প্রবেশের শাস্তি
মিখাইলোর বিরুদ্ধে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট এবং আন্দামান ও নিকোবর দ্বীপ সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁর গ্রেফতারির বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও মার্কিন দূতাবাসকে জানানো হয়েছে।
মারণাস্ত্র হাতে সেন্টিনেলিজ জনগোষ্ঠী
উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিজ জনজাতি বহিরাগতদের প্রবেশের কঠোর বিরোধিতা করে। ২০১৮ সালে মার্কিন ধর্মপ্রচারক জন ছাউ এই দ্বীপে ঢোকার চেষ্টা করলে তিনি স্থানীয়দের হাতে নিহত হন।
আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন