Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বেশ কিছু কথা সবাইকে ভুলেও বলতে নেই। বিশিষ্ট কূটনীতিজ্ঞ ও অর্থশাস্ত্রবিদ চাণক্যর অনেক পরামর্শ আমাদের জীবনে কার্যকরী। তাঁর চাণক্য নীতিতে জীবনের বাস্তব কয়েকটি দিক তুলে ধরেছেন তিনি। তিনি বলেছেন , খোলা মনের মানুষ হওয়া অবশ্যই ভালো। কিন্তু নিজের সম্পর্কে সব কথা সবার কাছে কখনও বলতে নেই। ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে আপনার। কোন কোন কথা অন্যকে জানাতে নিষেধ করেছেন চাণক্য ? দেখুন একনজরে —–
আচার্য চাণক্যের বক্তব্য অনুসারে নিজের আর্থিক ক্ষতি সম্পর্কে কখনোও বাইরের কাউকে কিছু জানাতে নেই। যাঁরা নিজেদের আর্থিক সংকট নিয়ে বাইরের লোকের সঙ্গে আলোচনা করেন, তাঁদের অসহায় অবস্থা কখনও কাটে না। নিজের আর্থিক দুর্গতি নিয়ে আলোচনা করলে সেই দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য তো মেলেই না, উল্টে আপনার দুরবস্থার সুযোগ নিতে পারেন সেই ব্যক্তি। সমস্যার কথা জেনে আপনার সঙ্গে দূরত্বও বাড়িয়ে ফেলতে পারেন।
আপনার জীবনসঙ্গী আপনার মনের মতো নাও হতে পারেন। ভুলেও এই নিয়ে বাইরের কারোর সঙ্গে আলোচনা করবেন না। দাম্পত্য কলহের কথা তৃতীয় ব্যক্তিকে জানতে দেওয়া কখনো উচিত নয়। স্বামী বা স্ত্রীর কোনও গোপন কথা বা কোনও দুর্বলতা থাকলে, তা কখনোই অন্য কাউকে জানতে দেবেন না। ফলে সামনে অন্য লোকে আপনার প্রতি সহমর্মিতা দেখালেও, আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনার সঙ্গী এই বিষয়টি জানতে পারলে সম্পর্কের তিক্ততা বাড়বে।
চাণক্য জানিয়েছেন আপনাকে কখনোও অপমান করলে সেই ঘটনা সবাইকে বলে বেডা়নোর কোনও প্রয়োজন নেই। এই বিষয়টি নিজের কাছেই রাখুন। আপনার অপমানের কথা অন্য কাউকে বলার অর্থ, সেই ব্যক্তির কাছেও আপনি শ্রদ্ধা, সম্মান হারাবেন।
চাণক্য নীতি অনুসারে নিজের সমস্যা পাঁচজনকে বলে না বেড়িয়ে নিজের কাছে রাখুন। এমনকি আপনার খারাপ সময়ের সুযোগ নিতেও চাইবেন কেউ কেউ। তাই খুব প্রয়োজন না পড়লে নিজের সমস্যার কথা অন্য কাউকে বলবেন না। চাণক্য বলছেন অন্য কেউ আপনার সমস্যার সমাধান করবে, এমন প্রত্যাশা রাখলে ঠকতে হবে। আপনার সমস্যার সমাধান আপনাকে করতে হবে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল