আপনার টাকা কি আদৌ সুরক্ষিত ! কেন না RBI জরিমানা জারি করল এই 5টি ব্যাংকের ওপরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সারা দেশ জুড়ে একাধিক জনপ্রিয় ব্যাংকের ওপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি এক বেশ মোটা অংকের জরিমানা জারি করেছে। সাম্প্রতিক দিন গুলিতে RBI বেশ কয়েকটি ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইনান্স কোম্পানি বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি এবং সেই ভিত্তিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক মোট 5টি ব্যাংকের উপর ভারী অংকের জরিমানা আরোপ করেছে।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

এছাড়াও জনপ্রিয় 10টি ফিনান্স কোম্পানির লাইসেন্সও বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কি কারনে এই পদক্ষেপ কর গ্রহণ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। সেই সম্বন্ধিত সমস্ত রকম তথ্য নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

দেশের জনপ্রিয় 5টি ব্যাংকের ওপর জরিমান দায়ের RBI এর :

গুরুত্বপূর্ণ কিছু ব্যাংকিং নিয়ম না মেনে চলার জন্য সাম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাংক নিচে উল্লেখিত 5টি ব্যাংকের ওপরে জরিমানা আরোপ করেছে। সেই ব্যাংক গুলি হল – জনতা সহকারি ব্যাংক (মহারাষ্ট্র) – মোট জরিমানা 1.5 লক্ষ টাকা, দ্য বারামুল্লা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (কাশ্মীর) – মোট জরিমান 5 লক্ষ টাকা, দ্য অনন্তনাগ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (কাশ্মীর) – মোট জরিমান 1 লক্ষ টাকা, দ্য যোগিন্দর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক (হিমাচলপ্রদেশ) – মোট জরিমান 1 লক্ষ টাকা, দ্য গুরুদাসপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (পাঞ্জাব) – মোট জরিমান 1 লক্ষ টাকা ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন