আপনার দাম্পত্য জীবনে কি সমস্যা রয়েছে ? আপনার শোবার ঘরে এই জিনিসগুলো নেইতো ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- দাম্পত্য জীবনের কলহ মানুষের জীবনের সবচেয়ে বড় অশান্তির বিষয়। তেমনই দাম্পত্য জীবনের সুখ অমৃত সমান। দাম্পত্য জীবনে সুখ থাকলে মানুষের জীবন ধন্য বলে মনে হয়। বাড়ির শোবার ঘরের এক আলাদাই মাহাত্ম রয়েছে। শোওয়ার ঘর বা শয়নকক্ষ এমনই একটি জায়গা যেখানে ঢোকার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি যেন এক নিমেষে গায়েব হয়ে যায়, মানুষ খুব শান্তি পায়। এই শোবার ঘরেই মানুষ দাম্পত্য জীবনের মধুর সময় অতিবাহিত করে।

তাই প্রতিটি মানুষের নিজের শোওয়ার ঘরটিকে যতটা সম্ভব সুন্দর ও ছিমছাম রাখা উচিত। তবে আমরা অনেক সময়ই অজান্তে ভুলবশত শোওয়ার ঘরে এমন কিছু ভুল করে বসি যা পরে আমাদেরকেই সমস্যায় পড়তে হয়। তবে এই শোবার ঘরে এমনকি জিনিস আছে রাখতে নেই এতে দাম্পত্য জীবনে সুখ শান্তির ব্যাঘাত ঘটায়। তবে চলুন দেখে নেওয়া যাক কোন জিনিস গুলি শোবার ঘরে রাখতে নেই।

niladri misra

 

১. শোবার ঘরে ভুলেও কালো রঙের চাদর পাতবেন না। শুধু শোবার ঘরে নয় বাড়ির যেকোনো ঘরেই এই কালো চাদর না পাতায় ভালো।

২. বাড়ির শোবার ঘরে কোনো দেব-দেবীর ছবি বা ধর্মীয় বই রাখবেন না , যেমন – গীতা , হনূমান চল্লিশা ইত্যাদি। তবে পড়ার বই বা গল্পের বই রাখতে পারেন।

আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি

৩. তাজমহল একটি সুন্দর নিদর্শন ঠিকই কিন্তু একটি কবরস্থান। তাই তাজমহলের ছবি বাড়ির অন্য জাগায় রাখলেও ঠাকুরের ঘরে ও শোবার ঘরে রাখবেন না।

৪. বাড়ির শোবার ঘরে কাঁটা জাতীয় গাছ রাখবেন না। সাধারণত মানুষ এই গাছ শোবার ঘরে রাখেনা তবুও আপনাদের জানিয়ে দেওয়া হলো। অনেকেই রাখতে পারেন।

৫. শোবার ঘরে ঝাড়ু বা ডাস্টবিন রাখবেন না। এতে ঘরের মধ্যে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। তাই শোবার ঘরে ডাস্টবিন বা ঝাড়ু রাখবেন না।

তবে অনেক পরিবার আছে যাদের একই ঘরে অনেক কিছু রাখা থাকে। তারা চেষ্টা করুন শোবার ঘরের বাইরে বারান্দা থাকলে সেখানে এই জিনিস গুলো রাখার।

আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন