Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জানলা হোক বা বাড়ির সামনের গাছের ডাল, পাখিদের আনাগোনা লেগেই থাকে। অনেকেই বাড়ির জানলায় পাখিদের জন্য খাওয়ার জল ও খাবার রাখেন। জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে, বহু পাখি এমন রয়েছে, যাদের বাড়িতে আনাগোনা হওয়া খুবই শুভ। সেই পাখি গুলি পুষলে সৌভাগ্যের দরজা খুলে যায়। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন পাখির বাড়িতে আসা খুবই শুভ, আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে —
আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির
টিয়া পাখি :- বাড়িতে টিয়াপাখির আগমন খুবই শুভ বলে মনে করা হয়। টিয়া পাখি সংসারেরর সমৃদ্ধি ও স্বাচ্ছ্বল্যের বার্তা দেয়। এর হাত ধরে সংসারে আসে বহু অর্থ সম্পত্তি।
পেঁচা :- বাড়িতে লক্ষ্মীপেঁচা আসা মানেই শুভ সংকেত। দেবী লক্ষ্মীর বাহন এই পেঁচা, ধন সম্পত্তি বেড়ে যাওয়ার বার্তা নিয়ে আসে। মনে করা হয় পেঁচার আগমনে ঘরে শুভ কিছু হওয়ার বার্তা থাকে। তবে পেঁচার ডাককে অশুভ বলে মনে করেন কেউ কেউ।
হামিং বার্ড :- অনেক সময়ই বাড়ির বিভিন্ন গাছে মধু খেতে দেখা যায় ছোট্ট পাখিদের। ছোট ছোট হামিং বার্ডও বাড়ির শ্রীবৃদ্ধি ও উন্নতির বার্তা দিয়ে যায় বলে মত শাস্ত্রজ্ঞদের।
পায়রা :- শাস্ত্র অনুসারে বাড়িতে যদি পায়রা উড়ে এসে বসে, তাহলে বুঝতে হবে কোনও শুভ সংবাদ আসতে চলেছে। পায়রা পোসা পরিবারের জন্য শুভ। তবে তা টিকসই না হলে পায়রা না পোষাই ভালো।
আরো পড়ুন :- বাস্তু মতে বাড়িতে রাখুন এই বিশেষ গাছটি ! মিলবে সুখ সমৃদ্ধি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)