Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার বাড়িতে একটানা সমস্যা চলছে ? একটা কথা জানুন মানুষের জীবনে বাস্তু শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। আপনি বাস্তু না মানলে আপনার জীবনে নানা অশুভ প্রভাব ঘটতে পারে বলে মনে করেন বাস্তুবিদরা। আর আপনার বাড়িই হলো বাস্তুর আধার। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি আপনি বাস্তু মেনে বাড়ি বানিয়েছেন তা সত্ত্বেও আপনার জীবনে নানা সমস্যা চলছে। তাহলে কেন এতো সমস্যা। এই সকল সমস্যার আসল কারণ হল আমরা প্রতি দিনের কাজে নিজেদের অজান্তেই এমন কিছু কু কাজ করে ফেলি যার খারাপ প্রভাব পড়ে আমাদের সমগ্র জীবনে।
তাই দেখুন কি করবেন আর কি করবেন না ——
১. আপনি বাড়িতে ঠাকুর ঘরে বা পূজার ঘরে পুজো করেন সেই স্থানে কোনো একই ঠাকুরের এক বারের বেশি ছবি রাখবেন না।
২. কিন্তু যদি ভুল বসত যদি কোন ঠাকুরের ছবি বা মূর্তি এক বারের বেশি থাকে তবে তা অন্য ঘরে বা অন্য স্থানে রাখার ব্যবস্থা করুন।
৩. আপনার ঘরে কখনোই কোনও বিমের নীচে বিছানাতে শোয়ার ব্যবস্থা করবেন না। যদি তা হয় তাহলে বিমের গায়ে বাঁশি বা ময়ূরের পালক আটকে দিন।
আরো পড়ুন :- এই সকল বিষয় গুলি মেনে চলুন তাহলে ভালো থাকবেন
৪. এটা অবশ্যই খেয়াল রাখুন যে ঘরে কখনোই মাকড়সার জাল বা ঝুল জমতে দেওয়া যাবে না।
এই সকল বিষয় গুলি মেনে চলুন তাহলে ভালো থাকবেন।
Highlights
1. আপনার বাড়িতে একটানা সমস্যা চলছে ?
2. এই সকল বিষয় গুলি মেনে চলুন তাহলে ভালো থাকবেন
#Astro Tips #Vastu Tips