Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক সময়ে দেখা যায়, পড়াশোনা করার ইচ্ছা থাকলেও কিছুতেই লেখাপড়ায় মন বসাতে পারছে না তারা। আর তা অনেক চেষ্টা করেও সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রে কিছু টোটকার কথা বলা রয়েছে, যা সঠিক নিয়মে পালন করতে পারলে বিশেষ ফল পাওয়া যেতে পারে।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
১. প্রত্যেক বৃহস্পতিবার পাঁচ রকম মিষ্টি ও পাঁচটি এলাচ একসঙ্গে একটি প্লেটে নিয়ে অশ্বত্থ গাছের নীচে সন্ধ্যাবেলায় অর্পণ করতে পারেন। তবে এই নিয়ম পর পর তিনটি বৃহস্পতিবার পালন করতে হবে তবেই ফল মিলবে।
২. যার পড়াশুনোয় মন বসছে না। তাকে তামার আংটি এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করাতে পারেন।
৩. ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার সময়ে উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে বসে, তা হলে একাগ্রতা বৃদ্ধি পাবে।
৪. যাই ছাত্র বা ছাত্রীর পড়াশুনোয় মন বসছে না। তাকে প্রতি রবিবার রুটি, চিনি এবং একটি গোলাপফুল একসঙ্গে তামার পাত্রে রেখে সূর্যদেবকে অর্পণ করতে হবে।
৫. প্রতি মঙ্গলবার ও শনিবার পঞ্চমুখী হনুমানের পুজো করতে হবে।
৬. যদি সম্বভ হয় ছাত্র – ছাত্রীকে প্রতিদিন পাঁচটি করে তুলসীপাতা ভক্ষণ করান।
৭. প্রতিদিন বিদ্যারদেবী মা সরস্বতীর আরাধনা করতে হবে। ‘ওঁ ঐং ক্লীম সরস্বতৈ নম’— এই মন্ত্রটি ১০৮ বার পদ্মাসনে ঈশান কোণে মুখ করে বসে পাঠ করতে হবে।
৮. আপনার বাড়ির বিদ্যার্থীরকে দিয়ে মাঝেমধ্যে দরিদ্র ছেলেমেয়েদের পড়াশোনার জিনিস দান করান। এতে তারা পড়াশুনোর মাহাত্ম বুঝতে পারবে।
৯. পড়ুয়া যেই খাতায় লিখবে, তার মধ্যে একটি কচি অশ্বত্থ পাতা রাখুন।
১০. পড়ার মন না বসলে পড়ার টেবিলে সবুজ রঙের কাপড় পাততে পারেন।
১১. ছাত্র – ছাত্রীর পড়াশুনোয় মন না বসলে যে কোনো বুধবার কালো কুকুরকে কিছু খাওয়ান পড়ুয়ার হাত দিয়ে।
১২. লেখাপড়ার টেবিলে যে কোনো এক জন মহাপুরুষের ধ্যানমগ্ন ছবি রাখুন। এতে একাগ্রতা বৃদ্ধি পাবে।
১৩. পড়ার টেবিলে বা পড়ার ঘরে হিংস্র কোনও জন্তুর ছবি রাখা উচিত নয়।
১৪. রাতে শয়নের আগে ‘হরে কৃষ্ণ- হরে কৃষ্ণ- কৃষ্ণ-কৃষ্ণ হরে-হরে /হরে রাম-হরে রাম-রাম-রাম হরে– হরে’ মন্ত্রটি অন্তত দশ বার করলে একাগ্রতা বাড়বে।
১৫. এছাড়া পড়ুয়াকে সকালে ঘুম থেকে উঠিয়ে সূর্য প্রণাম ও ধ্যান করান। এতে একাগ্রতা বৃদ্ধি পাবে। ১০ দিকে মন যাবে না।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)