Bangla News Dunia, অজয় দাস :- দাঁতের ব্যাথা একটি মারাত্মক ব্যাথা। যা অন্যান্য বিভিন্ন রোগকে হার মানিয়ে দেয়। আর এই দাঁতের ব্যাথা নিয়ে চিকিৎসকের কাছে গেলেই চিকিৎসক আগেই আন্টি বায়োটিক দিয়ে থাকেন। এছাড়াও ব্যাথার বড়ি ও বেশি পরিমানে দাঁত খারাপ হলে দাঁত তুলতে বলেন। তবে ঘরোয়া কিছু চিকিৎসার মাধ্যমে আপনি দাঁতের যত্ন নিতে পারেন।
১. এক টুকরো আদা একটু নুন মিশিয়ে যেই দাঁতে ব্যাথা সেই দাঁত দিয়ে বা পাশের দাঁত দিয়ে হালকা ভাবে চিবোতে থাকুন। কিছুক্ষন পর দেখবেন আপনার দাঁতের ব্যাথা গায়েব হয়ে গেছে।
২. একগ্লাস হালকা গরম জলে কিছু পরিমান লবন মিশিয়ে তা দিয়ে গালগোল করুন। এটা দিনে অন্তত তিনবার করবেন উপকার পাবেন।
৩.কিছু পরিমান নারকেল তেল একটি পাত্রতে নিন। এবার এই নারকেল তেলের সাথে কিছু পরিমান লবঙ্গ মিশিয়ে নিন ও এই মিশ্রণটিকে ভালো করে মিশ্রিত করুন। এবার এই মিশ্রণটিকে ব্রাশ বা হাতের আঙুলের সাহায্যে ব্যাথার জাগায় লাগান। প্রতিদিন তিনবার করলে আরাম পাবেন।
৪. এক বা দুই কোয়া রসুন নিন এবার এই রসুনের সাথে কিছুটা লবন মিশিয়ে নিন। এই রসুন ব্যাথার জাগায় লাগান উপকার পাবেন।