Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আমরা কেউ চাই না যে আমাদের শত্রু থাকুক। কিন্তু অনেক সময় কোনো কারণ ছাড়াই শত্রু তৈরী হয়ে যায়। আর তাই শত্রুর ভয় নেই, সে রকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আমরা সকলেই নিজেদের শত্রুদের খুব ভয় করে চলি , কারণ ওই শত্রু কখন কোন মুহূর্তে ক্ষতি করে দেবে তার কোনও ঠিক ঠিকানা নেই। আর কোনো মানুষের শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা তার জন্মছক দেখে বোঝা যায়।
আরো পড়ুন :- মকর রাশিতে মার্গি হয়েছে বুধ, এর ফলে কোন রাশির মুখে ফুটবে হাসি, কে পড়বে সমস্যায় জানুন
আর আমাদের শত্রু যে সর্বদাই বাইরের কেউ হবে তা নয়। অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের কোনো শত্রু। অর্থাৎ নিজেদের মানুষরাই যে কখন শত্রু হয়ে উঠবেন তা বলা যায় না।
আর বাইরের শত্রুদের হাত থেকে কিছুটা হলেও ছাড় পাওয়া যায়। কিন্তু ঘরের শত্রুর হাত থেকে ছাড় পাওয়া কঠিন। আর এই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার এমন একটি টোটকা রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে ঘরের বা বাইরের শত্রুদের হাত থেকে অতি সহজে মুক্তি পাওয়া যেতে পারে। তবে চলুন টোটকাটি দেখে নেওয়া যাক —
এই টোটকাটি করতে লাগবে শুধুমাত্র ছোট চার আঙুল মাপের চারটে যজ্ঞ ডুমুরের ডাল এবং একটি খুব শক্তিশালী মন্ত্র। যেই দিন এই টোটকাটি করবেন সেই দিন সর্বপ্রথম স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে , প্রথমেই যজ্ঞ ডুমুরের ডালগুলো ভাল করে গঙ্গাজলে ধুয়ে একটা পরিষ্কার পাত্রে রাখতে হবে। তার পর একটা শুদ্ধ আসনে বসে ১০৮ বার নিচে দেওয়া মন্ত্রটি জপ করুন। তার পর শত্রুর বাড়ির সামনে যজ্ঞ ডুমুরের ডালগুলো পুঁতে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যেন এই কাজটি করতে আপনাকে কেউ না দেখতে পায়। এই কাজটি সঠিক ভাবে করতে পারলে নিশ্চিত ভাবে শত্রু দমন হবে।
মন্ত্র – “শ্রীহনুমতে নমঃ”।।
আরো পড়ুন :- সাংসারিক নানা বিপর্যয় থেকে মুক্তি পেতে এই সকল নিয়ম মেনে চলুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )