Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন করলেন হোয়াইট হাউজের সাংবাদিক। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি এবং রাশিয়ার আক্রমণ বন্ধ করতে আমেরিকার পূর্ণ সমর্থন আদায় করা। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। প্রকাশ্যে বাকযুদ্ধে পরিণত হয় ট্রাম্প-জেলেনস্কির বৈঠক।
তার মধ্যে বৈঠকে জেলেনস্কির পোশাক নিয়েও প্রশ্ন করে ফেললেন এক মার্কিন সাংবাদিক। কালো রঙের এমব্রয়ডারি করা সোয়েটশার্ট, কালো প্যান্ট এবং বুট পরে বৈঠকে গিয়েছিলেন জেলেনস্কি। ট্রাম্প পরেছিলেন স্যুট-টাই। পোশাকের এই পার্থক্য নিয়েই প্রশ্ন ওঠে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিক জেলেনস্কিকে প্রশ্ন করেন, ‘আপনি স্যুট পরেননি কেন? আপনার কি স্যুট নেই?’ সাংবাদিকের এই প্রশ্ন শুনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হেসে ফেলেন।
প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, ‘যখন এই যুদ্ধ(ইউক্রেন-রাশিয়া) শেষ হবে, তখন আমি স্যুট পরব। আপনার মতো, বা আরও ভাল দেখে পরব’।
আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন
তবে এই প্রথম নয়। এবারের মার্কিন সফরে এর আগেও জেলেনস্কির পোশাক নিয়ে সমালোচনা হয়েছে। হোয়াইট হাউজের ওয়েস্ট উইং-এ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতা করে বলেন, ‘আজ তো বেশ ভালো সেজেগুজে এসেছেন দেখছি'(জেলেনস্কি ক্যাজুয়াল সোয়েটশার্ট, ট্রাউজার পরে ছিলেন)।
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময় থেকেই জেলেনস্কি এমন পোশাক পরেন। কালো, ছাই বা জলপাই রঙের পুলওভার, হাইনেক বা সোয়েটার পরেন। সঙ্গে কার্গো প্যান্ট বা মিলিটারি কায়দার ট্রাউজার। সঙ্গে সেনাবাহিনী যেমন কালো, চামড়ার বুট পরেন, ঠিক তেমন। ফ্যাশানের ভাষায় এই স্টাইলকে ‘ক্যাজুয়াল ওয়ারকোর’ বলা যেতে পারে। অর্থাৎ, যেন যে কোনও সময়ে যুদ্ধে নামার জন্য প্রস্তুত, এমন পোশাক। সম্ভবত বিশ্বকে ‘দেশে যুদ্ধ চলছে’ বার্তা দিতেই জেলেনস্কি এমন পোশাক পরেন।