Bangla News Dunia, Pallab : ‘আগে তো বাংলায় এলে দিদি ও দিদি বলতেন, এবারেও কি বাংলায় কথা কথা বলবেন?’ বঙ্গ সফরের আগে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কাছে প্রশ্ন ছুড়লেন শশী পাঁজা। শুক্রবার দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। সভার আগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘তৃণমূলের (TMC) অপশাসন চলছে পশ্চিমবঙ্গে। তাই বাংলার মানুষের একমাত্র ভরসা বিজেপি (BJP)।’ প্রধানমন্ত্রীর এমন পোস্ট দেখেই ফুঁসে উঠেছেন শশী পাঁজা।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন শশী পাঁজা (Shashi Panja)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফর নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘আগে যখন প্রধানমন্ত্রী রাজ্যে আসতেন তখন বাংলায় কথা বলার চেষ্টা করতেন। আবার দিদিকে ও দিদি’, ‘ও দিদি করতেন। এখন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবারও কি তিনি বাংলায় কথা বলবেন?বাংলা বলাটা তো অপরাধ! এটা আমরা বলছি না, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাঁরা আমাদের পরিযায়ী শ্রমিক, যাঁরা বাঙালি, বাংলা ভাষা বলছেন তাঁদের হেনস্থাই প্রমাণ করে দিচ্ছে, অকথ্য গালাগালি করে তাঁদের বিরক্ত করে অপদস্থ করা হচ্ছে, সেটাই তার প্রমাণ। এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা অত্যাচারের পর্যায়ে চলে গেছে।’
এখানেই না থেমে রীতিমতো প্রধানমন্ত্রী উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে শশী বলেন, ‘ভাষণে বাংলা বলাটা অপরাধ কিনা আপনি নিজে একটু বুঝিয়ে বলবেন। বাংলার মানুষ সেটা শুনতে চায়। আপনি তো এখান থেকে আবার দিল্লি ফিরে যাবেন। ফিরে গিয়ে দেখুন না ওই বসন্তকুঞ্জ কলোনিতে, জয়হিন্দ কলোনিতে, যেখানে পরিযায়ী শ্রমিকদের চরম হেনস্থা করা হয়েছে। তাঁদের খোঁজ নিন।’
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র