উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি সেনার (Pakistani soldiers) উপর হামলা চালাল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) (Tehreek-e-Tailban Pakistan)। দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ১১ জন পাক সেনা। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজরও রয়েছেন। সেই সঙ্গে ১৯ জন টিটিপি সদস্যেরও মৃত্যু হয়েছে বলে দাবি ইসলামাবাদের।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের (Khyber Pakhtunkhwa) ওরাকজাই জেলায় অভিযান চালিয়েছিল পাকিস্তানি সেনা। সেই সময় পাক সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, বোমা ছুড়তে শুরু করে টিটিপি সদস্যরা। পাক সেনা এবং পাক তালিবানের মধ্যে এই সংঘর্ষে মৃত্যু হয় ১১ জন পাক সেনার। ওই এলাকায় টিটিপি সদস্যদের নির্মূল করতেই এই অভিযান চালানো হয়েছিল বলে জানানো হয়েছে পাক সেনার তরফে।
উল্লেখ্য, পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এখন ইসলামাবাদ সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের তালিবানদের সঙ্গে এই গোষ্ঠীর মিত্রতাপূর্ণ সম্পর্ক রয়েছে। অনেক টিটিপি নেতাই এখন আফগানিস্তানের তালিবানদের আশ্রয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে পাক সেনার উপর হামলা চালিয়েছে টিটিপি।