আবারও চারদিন বন্ধ পরিষেবা, কবে কবে ? বিজ্ঞপ্তি জারি কলকাতা মেট্রোর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কলকাতা শহরে প্রতিদিনের যাতায়াতের জন্য লক্ষ লক্ষ মানুষ মেট্রোকেই বেছে নেন। কারণ একদিকে যেমন রাস্তার জ্যাম এড়িয়ে যাওয়া সম্ভব তেমনি অল্প সময়েই গন্তব্যে পৌঁছানো যায়। তবে মুশকিল হল যদি কোনো কারণে পরিষেবা বন্ধ থাকে তাহলেই নাজেহাল দশা হয় সাধারণ মানুষের। সম্প্রতি জানা যাচ্ছে চার দিনের জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো। কোন লাইনে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি

তিন দিন বন্ধ মেট্রো পরিষেবা

গোটা কলকাতা শহরে মেট্রো পরিষেবা চালু করতে দ্রুততার সাথে কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। কিছুদিন আগেই ট্রাফিক ব্লকের কথা জানায় হয়েছিল। আর এবার আগামী ২০ই ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হল। অর্থাৎ শনি ও রবি সহ মোট ৪ দিন মেট্রো গ্রিন লাইনের যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থার সাহায্য নিতে হবে।

আরও পড়ুন : ‘ধৈর্য ধরুন, দেশে ফিরেই বিচার করব’, বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন হাসিনা

কেন বন্ধ গ্রিন লাইন?

যেমনটা জানা যাচ্ছে, কমিউনিকেশন বেসড ট্রেন সিস্টেম পরীক্ষার জন্যই এই পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া ময়দান থেকে শুরু করে সেক্টর ফাইভ পর্যন্ত গোটা লাইনেই এই ব্লক কার্যকর থাকবে। অবশ্য বাকি লাইনগুলি যেমন – ব্লু, পার্পল ও অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে।

প্রসঙ্গত, এর আগেও ১৩ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ লাইনে ট্রাফিক ব্লক করা হয়েছিল। সেই সময়েও কমিউনিকেশন বেসড ট্রেন সিস্টেম টেস্টিংয়ের জন্যই পরিষেবা বন্ধ রাখা হচ্ছিল বলে জানানো হয়েছিল। এবার ফের একই কারণে আবারও পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। আশা করা হচ্ছে শীঘ্রই দুই পার্টে থাকা লাইন সংযুক্তিকরণ করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন