আবারও বাটি হাতে পাকিস্তান, চিনের কাছে কত ‘ভিক্ষা’ চাইল? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর প্রভাব সরাসরি পাকিস্তানের আর্থিক নীতিতে পড়েছে। প্রতিবেশী দেশটি এখন চীনের কাছ থেকে আর্থিক সহায়তা বাড়াতে সক্রিয়ভাবে উদ্যোগ নিচ্ছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এক সাক্ষাৎকারে রয়টার্সকে জানিয়েছেন, তারা চীনের সঙ্গে বিদ্যমান সোয়াপ লাইন ৩০ বিলিয়ন ইউয়ান থেকে ৪০ বিলিয়ন ইউয়ানে উন্নীত করার জন্য আবেদন করেছে। এতে অতিরিক্ত ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার) পাকিস্তানকে আর্থিক স্থিতিশীলতা আনতে সহায়তা করবে বলে আশাবাদী ইসলামাবাদ।

কারেন্সি সোয়াইপ লাইন কী (What is Currency Swap Line?’)
সোয়াইপ লাইন হলো দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে এক ধরনের আর্থিক চুক্তি, যেখানে তারা একে অপরকে নির্দিষ্ট সময়ের জন্য মুদ্রা বিনিময় সুবিধা প্রদান করে। সংকটকালীন সময়ে এটি বাজারে তারল্য বজায় রাখতে এবং মুদ্রা সংকট কমাতে বড় ভূমিকা রাখে।

চিনের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই আর্জেন্টিনা এবং শ্রীলঙ্কার মতো দেশগুলির সঙ্গে এমন সোয়াপ লাইন সম্প্রসারণ করেছে। এখন পাকিস্তানও সেই তালিকায় নাম লেখাতে চাইছে।

পান্ডা বন্ড চালুর ঘোষণা (How Panda Bond Works)
পাকিস্তান ২০২৫ সালের শেষের আগেই পান্ডা বন্ড (Panda Bond) চালু করার পরিকল্পনা করছে। পান্ডা বন্ড হল চিনের অভ্যন্তরীণ পুঁজিবাজারে ইউয়ান-মুদ্রিত বন্ড যা বিদেশি প্রতিষ্ঠান দ্বারা ইস্যু করা হয়। এটি পাকিস্তানকে তাদের ঋণের উৎস বৈচিত্র্যময় করতে সাহায্য করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করতে পারবে।

পহেলগাঁওয়ে হামলা ও দ্বিপাক্ষিক উত্তেজনা
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরে ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে এবং বাণিজ্য স্থগিত করে। ভারতও সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে স্থগিত এবং আত্তারি সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ১.২ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান আর্থিক দিক থেকে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে মরিয়া, যাতে আন্তর্জাতিক চাপে স্থিতিশীলতা বজায় রাখা যায়।

আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন