আবারো ELECTION , বড় পদক্ষেপ নিচ্ছে TMC

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- কয়েকদিন আগেই বিধানসভার ভোট হয়েছে রাজ্যে। ভোট পূর্ববর্তী হিংসা ও ভোট পরবর্তী হিংসা নিয়ে তোলপাড় হয়েছে সারা দেশ। এমনকি তৃণমুলের বদনাম  ও হয়েছে সারা দেশে। কিন্তু এবার সামনেই রাজ্য জুড়ে পৌরসভার ভোট করতে উদ্যোগী সরকার। কিন্তু বিধানসভার ভোটের পর এই ভোটকে প্রশ্নহীন রাখতে প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোট প্রক্রিয়ায় সর্বস্তরে প্রয়োজন মত কঠোর হবে দল।

property banner

এরই পাশাপাশি দল বদলুদের দলে ফিরতে চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে চাইছে তৃণমুল। কারণ দল বদলু নেতাদের দলে ফেরানো নিয়ে ইতি মধ্যেই দলের নিচু তলার কর্মীদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। তাই রাজ্যের মানুষের আস্থা বজায় রাখতে সতর্ক শাসক দল।

আরো পড়ুন :- রাজ্যে উঠলো লোকাল ট্রেন চালানোর দাবি

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- কথা দিয়েও কথা রাখা হলো না , বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন