Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কোভিড অতিমারি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু নতুন ভাইরাসের মাধ্যমে আরেকটি বিশ্বব্যাপী অতিমারি ছড়িয়ে পড়ার আতঙ্ক এখনও রয়ে গিয়েছে মানুষের মধ্যে । ব্রাজিলে বাদুড়ের মধ্যে পাওয়া একটি নতুন করোনাভাইরাস যা বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে । যদিও এর সঙ্গে মারাত্মক মার্স ভাইরাসের মিল রয়েছে ৷ তবে গবেষকরা এখনও স্পষ্ট করেননি মানুষের জন্য এটি কতটা ঝুঁকিপূর্ণ ৷
ব্রাজিলে বাদুড়ের মধ্যে একটি নতুন করোনাভাইরাস আবিষ্কৃত হয়েছে ৷ জানা গিয়েছে যার সঙ্গে ভয়াবহ MERS ভাইরাসের মিল রয়েছে ৷ তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের উপর এর প্রভাব কতটা তা এখনও স্পষ্ট নয় ৷ গবেষকরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত নভেল করোনাভাইরাসের সঙ্গে Mers-CoV-এর সাদৃশ্য রয়েছে ৷ যা 2012 সালে সৌদি আরবে প্রথম শনাক্ত করা হয়েছিল ৷ জানা গিয়েছে, সেখানে 850 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল ৷ এছাড়াও কয়েকজনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ।
আরও পড়ুন:- সুনীতারা পৃথিবীতে ফেরার পথে স্পেস স্টেশন থেকে কীভাবে বিচ্ছিন্ন হলেন? দেখুন ভিডিও
এটি মানুষের মধ্যে কতটা প্রভাবিত করে ?
জার্নাল অফ মেডিক্যাল ভাইরোলজি-তে প্রকাশিত লেখক ব্রুনা স্টেফানি সিলভারিও বলেন, “এখনই আমরা নিশ্চিত নই এটি মানুষকে কতটা সংক্রামিত করতে পারে ৷ তবে আমরা ভাইরাসের স্পাইক প্রোটিনের কিছু অংশ শনাক্ত করেছি, যা MERS-CoV দ্বারা ব্যবহৃত রিসেপ্টরের সঙ্গে সম্ভাব্য মিথস্ক্রিয়ার ইঙ্গিত দেয় । আরও গবেষণা চালানো হচ্ছে ৷ আমরা চলতি বছরে হংকংয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা করছি ৷”
এই ভাইরাসটি মানুষের জন্য ঝুঁকি তৈরি করে কিনা তা নিশ্চিত করার জন্য, 2025 সালে হংকং বিশ্ববিদ্যালয়ের হাই বায়োসিকিউরিটি নিয়ে পরীক্ষাগারে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে । এই পরীক্ষাগুলি নির্ধারণ করবে যে ভাইরাসটি মানব কোষের সঙ্গে কতটা আবদ্ধ হতে পারে এবং সম্ভাব্যভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে কিনা । যাতে নতুন ভাইরাসটি মানুষের উপর কতটা ঝুঁকি তৈরি করে তা নির্ধারণ করা যায় ।
ভাইরাস গবেষণার জন্য বাদুড় কেন গুরুত্বপূর্ণ ?
বাদুড় প্রাকৃতিক ভাইরাস বাহক এবং SARS, MERS এবং Ebola-সহ বেশ কয়েকটি বড় রোগের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত । তবে বেশিরভাগ বাদুড়ের ভাইরাস মানুষের মধ্যে সংক্রমণ কম হয়ে থাকে ৷
গবেষণার একজন সিনিয়র গবেষক রিকার্ডো ডুরেইস-কারভালহো বলেন, “বাদুড় হল গবেষণার জন্য গুরুত্বপূর্ণ Viral Reservoirs ৷ যে কারণে আমাদের ক্রমাগত নজরদারি প্রয়োজন ৷ সব পর্যবেক্ষণ করে আমাদের বুঝতে হবে ভাইরাসগুলি সঞ্চালিত হয়ে অন্যান্য প্রাণী এমনকি মানুষের জন্যও ঝুঁকি তৈরি করে কিনা ।”
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, গবেষণায় 16টি ভিন্ন প্রজাতির বাদুড়ের 423টি মুখে এবং মলদ্বার সোয়াব পরীক্ষা করা হয়েছে ৷ এরমধ্য়ে উত্তর-পূর্ব ব্রাজিলের ফোর্টালেজা শহরে সংগৃহীত বাদুড়ের সোয়াবের পাঁচটিতে সাতটি করোনাভাইরাস শনাক্ত করা গিয়েছে ৷ গবেষকরা দেখেছেন, নতুন ভাইরাসের সঙ্গে মানুষ এবং উটের মধ্যে পাওয়া মার্স-সম্পর্কিত করোনাভাইরাস প্রজাতির সঙ্গে মিল রয়েছে । পাঁচটি বাদুড়ের মধ্যে দু’টি ভিন্ন প্রজাতির ছিল: মোলোসাস, একটি কীটপতঙ্গভোজী এবং আর্টিবিয়াস লিটুরাটাস, একটি ফ্রুগিভোজী । বিজ্ঞানীরা দেখেছেন, ব্রাজিলে পাওয়া নতুন ভাইরাসটির জেনেটিক সিকোয়েন্স প্রায় 72 শতাংশ মিল রয়েছে Mers-CoV জিনোমের সঙ্গে ।
সাও পাওলো এবং সিয়ারার বিজ্ঞানীরা HKU-এর সহযোগিতায় নিয়মিত গবেষণার পর সময় সিয়ারার ফোর্টালেজায় বাদুড়ের মধ্যে ভাইরাসটি আবিষ্কার করেছেন ।
আরও পড়ুন:- ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন
আরও পড়ুন:- আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে, মা-বাবারা এই ভুলগুলো করছেন না তো ?