আবার ফিরছে আওয়ামী লীগ ? ফিরছেন হাসিনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia ,Pallab : আবার ফিরছে আওয়ামী লীগ? দিকে দিকে হাসিনাপন্থী আইনজীবীদের একের পর এক বড় জয়ে জোরাল হচ্ছে প্রশ্নটা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচনের পর এবার বাংলাদেশের কুষ্টিয়ায় আইনজীবীদের ভোটে নিরঙ্কুশ জয় আওয়ামী লিগের। তা নিয়েই এখন নতুন চর্চা বাংলাদেশের রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টিতে ও বিএনপি ৫টিতে জয়লাভ করেছে বলে জানা যাচ্ছে। সভাপতি হয়েছেন আওয়ামী লিগ সমর্থিত হারুনুর রশিদ। তিনি আগেও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

তবে খাতা খুলেছে অন্যান্যরাও। জামায়াত দু’টিতে ও জাতীয় পার্টি একটিতে জয় পেয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রউফ। তাতেই দেখা যায় বড় জয় হাসিল করে নিয়েছেন লিগপন্থীরা।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন