আবার রেকর্ড, ৬ চ্যানেল পেরিয়ে ইতিহাস বাংলার সায়নীর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আবার ইতিহাস সায়নী দাসের। এবার স্পেনে জিব্রাল্টার প্রণালী জয় করলেন কালনার মেয়ে। সাঁতরে নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই ও কুক প্রণালীর পর এবার জিব্রাল্টার প্রণালী–৬টি চ্যানেল জয়ের নজির গড়লেন সায়নী দাস। জিব্রাল্টার পেরোতে সময় নিলেন ৩ ঘণ্টা ৫১ মিনিট। বামে আইবেরীয় উপদ্বীপ ও ডানে উত্তর আফ্রিকা। আর মাঝে জিব্রাল্টর প্রণালী।

৬০ কিলোমিটার দীর্ঘ প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার । এই জিব্রাল্টরই জয় করলেন বঙ্গতনয়া।  পূর্বে ভূমধ্যসাগর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোগ গড়ে দিয়েছে এই সমুদ্র প্রণালী।  দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টর। ৩০ অগাস্ট দেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে ৩৫ কিমি দূরত্বের নর্থ চ্যানেল সাঁতরে পার করেন তিনি। একইসঙ্গে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চসিন্ধু জয়ের রেকর্ডও গড়েন।

আরও পড়ুন:- ২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন। বিপদে পড়তে না হলে জেনে নিন

গত  বছরের এপ্রিলেই সায়নী জয় করেন নিউজিল্যান্ডের কুক প্রণালী। ইতিপূর্বে ২০১৯ সালে আমেরিকার ২০ মাইল দীর্ঘ ক্যাটলিনা চ্যানেলটি পার করেন ১২ ঘন্টা ৪৬ মিনিটে। বুলা চৌধুরীর পর দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে ক্যাটালীনা জয় করেন তিনি। শুধু তাই নয় ২০১৭ সালের জুলাই মাসে ইংলিশ চ্যানেল এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেলও জয় করেন। উল্লেখ্য ২১ মাইল দূরত্বের ইংলিশ চ্যানেল সাঁতার কাটতে সায়নী দাসের সময় লেগেছিল ১৪ ঘণ্টা ৩ মিনিট। এবার বাকি রইল সুগারু । জয় করতে পারলেই সায়নীর মাথায় উঠবে ওশেন সেভেন মুকুট।

ভারতীয় সময় শুক্রবার রাতে জিব্রাল্টার জয়ের খবর আসতেই সায়নীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয় দিয়েই যাত্রা শুরু কালনার শহরের বারুইপাড়ার সায়নীর। এরপর কুক স্ট্রেইট মলোকাই, ক্যাটলিনা, নর্থ চ্যানেলের মতো একের পর এক চ্যানেল জয় করে করেন তিনি। আন্তর্জাতিক ক্ষেত্রে সাঁতারে এই অবদানের জন্য সায়নীকে কিছুদিন আগেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু‌ ‘তেনজিং নোরগে ন্যাশানাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন:- ১১ কোটি প্যান কার্ড বাতিল! জানুন প্যান আধার লিংক না করলে কী কী বিপদ হবে?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন