আবেদন করলেই পাবেন 25000 টাকা- জানুন বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা স্বপ্ন দেখছেন তাদের জন্য ১২০০০ টাকার নতুন স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে বহু মেধাবী শিক্ষার্থী রয়েছেন, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারেন না, ঠিক এই কারণেই কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন বৃত্তি প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো ডঃ আম্বেদকর বৃত্তি ফর্ম ২০২৫, যা বিশেষ করে তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) ও অনগ্রসর শ্রেণী (OBC) শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে। যেসব শিক্ষার্থী মাধ্যমিক (১০ম) ও উচ্চমাধ্যমিক (১২শ) পরীক্ষায় ভালো ফলাফল করেছে এবং যাদের পারিবারিক আয় কম, তারা এই বৃত্তির মাধ্যমে অর্থনৈতিক সহায়তা পাবে।

 ডঃ আম্বেদকর বৃত্তি ফর্ম ২০২৫

বিষয় বিবরণ
স্কিমের নাম ডঃ আম্বেদকর বৃত্তি ২০২৫
পরিচালন সংস্থা তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ
যোগ্যতা ১০ম ও ১২শ শ্রেণিতে নির্দিষ্ট শতাংশ নম্বর সহ উত্তীর্ণ
বৃত্তির পরিমাণ ₹ ৮,০০০ – ₹ ১২,০০০
আবেদনের ধরণ অনলাইন আবেদন
আবেদন শুরুর তারিখ ১৫ আগস্ট ২০২৫
শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট saralharyana.gov.in

 গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্ট তারিখ
অনলাইনে আবেদন শুরু ১৫ আগস্ট ২০২৫
আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬
বৃত্তির অর্থ বিতরণ আবেদন যাচাই শেষে পর্যায়ক্রমে

যোগ্যতা

ডঃ আম্বেদকর বৃত্তির জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যে শর্তগুলো আপনাকে পালন করতে হবে। আপনি যদি এই শর্তগুলো পালন করতে পারেন তাহলেই আপনি এই স্কলারশিপ পেয়ে থাকেন।

  1. প্রার্থীকে অবশ্যই তফসিলি জাতি (SC) বা তপশিলি উপজাতি বা অনগ্রসর শ্রেণী (OBC) সম্প্রদায়ের হতে হবে। এই সম্প্রদায় ভুক্ত হলেই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
  2. শিক্ষার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০ম) অথবা উচ্চমাধ্যমিক (১২শ) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  3. পরীক্ষায় নির্দিষ্ট ন্যূনতম ৬০% শতাংশ নম্বর পেতে হবে। আপনি যদি এর বেশি নাম্বার পান তাহলেও আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
  4. শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।

 বৃত্তির জন্য ন্যূনতম নম্বরের শর্ত

শ্রেণি গ্রামীণ এলাকা শহুরে এলাকা
মাধ্যমিক (১০ম) ৬০% ৭০%
উচ্চমাধ্যমিক (১২শ) ৭০% ৭৫%

বৃত্তির পরিমাণ

মাধ্যমিক পাশ করলে এখানে শিক্ষার্থীদের দেওয়া হবে ৮,০০০ টাকা করে এবং উচ্চ মাধ্যমিক পাশ করে দেওয়া হবে ১২০০০ টাকা। গ্রাতুয়েশন পাস হলে মিলবে 25000 টাকা। এই অর্থ শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হবে। তাই যারা যারা এখানে আবেদন করবেন তারা সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও অন্যান্য তথ্য ভালোভাবে দেবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন