Bangla News Dunia, Pallab : বাংলার উন্নয়নের জন্য উত্তরার কাছে রোডম্যাপ আছে। বাংলায় বন্ধুর সরকার বানান। আমরা শমপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা দেব। প্রকাশ্য দমমে সংসদ সভা থেকে এমন তথ্য জানালেন নরেন্দ্র মোদি ( পি এম নরেন্দ্র মোদি )। তাঁর কথায়, ‘বিকশিত বাংলা, মোদির গারান্টি’। ভাষাগত মোদির, ‘বিজেপি সর্গ বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে লক্ষ্যে কাজ করছে। আমরা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা মর্যাদা দিয়েছি।’ দমদমের সভা থেকে মোদির নতুন স্লোগান, ‘বাঞ্চে চাই, ভালো তাই!’
এদিন তৃণমূলের ( টিএমসি ) সরকারয় সরব হওয়া মোদি বলেন, ‘তৃণমূল উন্নয়নের দল। তার সাক্ষী এই দমদমের মানুষও। স্পোর্টস সিটি মিসনে অনুশীলনকারী অনেক উন্নতি হতে পারে। কিন্তু তৃণমূলের সরকার সেই প্রকল্পে যুক্ত হচ্ছে না। তৃণমূলের কাজ হল, যে আমার উপায়ে পশ্চিমবঙ্গে মূল প্রকল্পের রূপায়ণ ইষ্টদান করা। তাই এখানেও বন্ধুকে একবার সুযোগ দিয়ে দেখুন।’ বাংলার গৌরবময় অতীত আবারও আনতে তৃণমূলকে সরানো ডাক নমো।
এদিন মোদির ভাষণে সিন্দুর ফেরত পাঠানো যায় ‘অপারেশন দূর’ ( অপারেশন সিন্দুর ) প্রসঙ্গ। তিনি বলেন, ‘আতঙ্কবাদীদের আতঙ্কবাদী এমন শিক্ষার জন্য, সকালের ঘুম উড়ে। দেশের জন্য অস্ত্র ব্যবহার করা হয়েছে। বাংলার বন্ধুদের শ্রদ্ধা।’