Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্টার্ট আপ মহা কুম্ভে বৃহস্পতিবার পীযূষ গোয়েল বলেন,’রংচঙে আইসক্রিম, কুকিজ বেচা হচ্ছে স্টার্ট আপের নামে। সফলভাবেই ব্যবসা চালাচ্ছে। আমি কোনও অভিযোগ করছি না। এটাই কি ভারতের ভবিষ্যৎ? স্বাস্থ্যকর, গ্লুটেন ফ্রি, ভালো প্যাকেজিং করে বিক্রি করছে। এটা স্টার্ট আপ হতে পারে না। বড়জোর ব্যবসা বলতে পারি’।
চিনের নাম করে প্রযুক্তি ক্ষেত্রে কীভাবে তারা এগিয়ে যাচ্ছে সেই উদাহরণ তুলে ধরেন গোয়েল। তাঁর মতে,’অন্যদিকে সেমি-কনডাক্টর, নিজস্ব আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স তৈরি হচ্ছে। ওরা আত্মনির্ভর হওয়ার জন্য বিপুল বিনিয়োগ করছে। এআই মডেল, চিপস তৈরি হচ্ছে। যা দেশকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। ভারত কি আইসক্রিম বানাবে নাকি চিপস তৈরি করবে?’
আরও পড়ুন:- SSC মামলায় নতুন নিয়োগ কবে থেকে শুরু? এবারে কারা যোগ্য? বিস্তারিত জেনে নিন
ফুড ডেলিভারি ভারতের ভবিষ্যৎ হতে পারে না বলেও মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, ‘ফুড ডেলিভারি থেকে কয়েক বিলিয়ন ডলার এলে আমার কোনও সমস্যা নেই। তবে চাই, দেশি বিনিয়োগকারীরা লগ্নি করুন। অন্যরা, রোবোটিক, অটোমেশিন, মেশিন লার্নিং করছে। দুনিয়ার সঙ্গে লড়াই করে বাজার দখল করছে ওরা। আমাদের কাছে কাঁদা ছাড়া উপায় থাকবে না। আমরা কি ভারতের ভবিষ্যৎ?’
তিনি যোগ করেন,’আপনারাই বিকশিত ভারত ২০৪৭ গড়তে পারেন। আমাদের পরীক্ষানিরীক্ষা করতে হবে। আমাদের দূরদর্শী হতে হবে। ডিপ টেকে মাত্র ১০০০টা সংস্থা কাজ করছে। আমরা দোকানদারি করব, নাকি বিশ্বজুড়ে ভারতের পরিচতি তৈরি করব, সেটা আমাদের ভাবতে হবে’।
পীযূষ গোয়েলের বক্তব্যের সমালোচনা করেছেন ইনফোসিসের প্রাক্তন সিএফও মোহনদাস পাই। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,’এটা খুব খারাপ তুলনা। আমাদের স্টার্টআপকে খাটো করা উচিত নয় পীযূষ গোয়েলের। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ডিপ টেকের উন্নতিতে কি করেছেন উনি? আঙুল তোলা খুব সহজ’।
আরও পড়ুন:- ভেজাল-বিষাক্ত পনিরে ছেয়ে গিয়েছে বাজার, কিভাবে ভেজাল পনির চিনবেন জেনে নিন