Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-কূটনীতির প্রশ্নে আজও সকলের কাছে আদর্শ হলেন আচার্য চাণক্য। তিনি আমাদের এমন এমন অনেক উপদেশ দিয়ে গিয়েছেন যা জীবন বদলে দিতে পারে। আমাদের চলার প্রশ্নে এই যুগেও সেগুলি মানুষের সঙ্গী হতে পারে। চাণক্য নীতি ও জ্ঞান আহরণ করে এই আধুনিক যুগেও শুদ্ধ হতে পারি আমরা। আজ আমরা আলোচনা করব আচার্য চাণক্যের বেশ কিছু মূল্যবান কয়েকটি উপদেশ নিয়ে।
মানুষের জীবনে সেরা চার বন্ধু কারা ——-
১. চাণক্য নীতি অনুসারে মানুষের জীবনের সব থেকে সেরা সম্পদ তাঁর জ্ঞান। শিক্ষার থেকে বড় বন্ধু জীবনে আর কিছু হতে পারে না। জ্ঞানের জোরে মানুষ এই পৃথিবীর সমস্ত কিছু অর্জন করতে পারে। যা তাকে জীবনে চলার পথ দেখায়।
২. জীবন সঙ্গী যদি গুণী ও সহমর্মী হন, তাহলে তিনি আপনার বড় বন্ধু হয়ে উঠতে পারেন। যে মানুষ জীবনে উপযুক্ত জীবন সঙ্গী পান। সমাজে তাঁর কদরও অনেকটা বেড়ে যায়। চাণক্যের মতে ভালো জীবনসঙ্গী খুঁজে পেলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়।
৩. আমাদের নানা অসুখে যা আরাম দিতে পারে, তা অবশ্য মানুষের বড় বন্ধু বলে মনে করতেন চাণক্য। কারণ শরীর ভালো না থাকলে কোনও কিছুই ঠিক ভাবে করা সম্ভব নয়। তাই সবার সুস্বাস্থ্যের প্রয়োজন। যেটা খুবই জরুরি।
৪. মহান পণ্ডিত চাণক্যের মতে ধর্ম মানুষের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু। কারণ ধর্ম মানুষকে সঠিক পথের দিশা দেখায়। সঠিক ধর্ম জ্ঞান মানুষকে অধর্মের পথে যেতে আটকায়। সেই কারণে সঠিক ধর্ম জ্ঞান জীবনে অত্যন্ত জরুরি বলে মনে করতেন কৌটিল্য।
তার এই উপদেশ আজও সারা বিশ্বের কাছে চিরন্তন সত্য।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল