‘আমাদের নয়, জঙ্গিদের শাস্তি দেওয়া উচিত’, পরিবারকে রেখেই দেশে ফিরতে বাধ্য হওয়ায় ব্যথিত পাকিস্তানিরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam terror attack) ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানিদের ভিসা বাতিল করে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা-অটারি সীমান্ত (Wagah-Attari Border)। এই সিদ্ধান্তের জেরে গত কয়েকদিনে বহু পাকিস্তানি নাগরিক (Pakistani citizens) সীমান্ত পার করে নিজেদের দেশে ফিরেছেন। এদের মধ্যে এরকম অনেক পাকিস্তানি মহিলা রয়েছেন, যারা নিজের স্বামী-ছেলেকে ফেলে পাকিস্তানে ফিরতে বাধ্য হয়েছেন। এমনকি মাত্র ৬ মাস আগে বিয়ে হয়ে ভারতে আসা পাক মহিলাকেও ফিরে যেতে হয়েছে সে দেশে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারত সরকার পাক নাগরিকদের ভিসা বাতিলের পর এখনও পর্যন্ত ৬৮২ জন ওয়াঘা-অটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফিরেছেন। সীমান্তে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভারত সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তাঁরা। আক্ষেপের সুরে তাঁদের আর্জি, ‘আমাদের নয়, জঙ্গিদের শাস্তি দেওয়া উচিত।’

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ার আগে করাচির বাসিন্দা ইরাম নামে এক মহিলা জানান, তিনি বিগত ১০ বছর ধরে ভারতীয় স্বামীর সঙ্গে দিল্লিতে থাকতেন। তাঁদের আট বছরের একটি ছেলে আছে। একদিন পুলিশ বাড়িতে এসে তাঁকে চলে যেতে হবে বলে জানান। তাঁর কথায়, ‘পরিবারগুলি ভেঙে পড়েছে। এটা মৌলিক অধিকারের পরিপন্থী। আমাদের জোর করে ভারত থেকে উচ্ছেদ করা হচ্ছে। আমি কল্পনাও করতে পারছি না যে আমার স্বামী এবং ছেলেকে ছাড়া আমি কীভাবে পাকিস্তানে থাকব।’ করোনাকালে দীর্ঘমেয়াদী ভিসার আবেদন বাতিল হয়ে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ভারতীয় নাগরিকত্ব পাওয়া সহজ নয়। সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। পহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু অনেক পরিবারকে এভাবে শেষ করে দেওয়া হচ্ছে। নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের নয়, হামলাকারীদের শাস্তি দেওয়া উচিত।’

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

সামরিন নামে আরেক মহিলা ভারত ছাড়ার আগে সীমান্তে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘গত বছরের অক্টোবরে ভারতে বিয়ে হয় আমার, আমার স্বামী ভারতীয়, আমি এখন গর্ভবতী। এই অবস্থায় স্বামীর কাছ থেকে আলাদা হওয়া আমার পক্ষে খুব কঠিন। এটা হওয়া উচিত ছিল না। সরকার যদি মনে করে যে এর পিছনে পাকিস্তান রয়েছে, তাহলে পাকিস্তানের কাউকে কাশ্মীরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে পারত।’

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল পর্যন্ত ছিল পাক নাগরিকদের ভারত ছাড়ার সময়সীমা। তবে মেডিকেল ভিসায় যারা এসেছিলেন, তাঁদের ভিসার মেয়াদ রয়েছে ২৯ এপ্রিল পর্যন্ত। যারা এই সময়ের মধ্যে দেশ ছেড়ে যেতে ব্যর্থ হবেন, তাঁদের অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ অনুসারে তিন বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা জরিমানা বা উভয়ই হতে পারে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন