‘আমাদের পাড়া , আমাদের সমাধান’ কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড ! সংঘর্ষে জড়ালেন তৃণমূল নেতারা

By Bangla News Dunia Dinesh

Published on:

আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মঞ্চে ধুন্ধুমার কাণ্ড। মুর্শিদাবাদের রাণীনগর (Raninagar) লাগোয়া ডোমকল এলাকায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে ছুটে এলো পুলিশ। ঘটনায় জখম উভয় পক্ষের ২ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। সেখানে তৃণমূল (TMC) কর্মীদের একাংশ অভিযোগের কথা জানাতে গেলে, অভিযোগের কথা জানানো হবে না বলে বাধা দেয় তৃণমূলের অপর পক্ষ। যা নিয়ে উভয়ই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এরফলে গুরুতর আহত হন ২ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। তার আগে এ ধরনের গোষ্ঠীকোন্দল শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে এই সংঘর্ষের ঘটনায় ডোমকলে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন