আমিতাভের নতুন format-এ শুরু হওয়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তে কী কী বদল এসেছে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দর্শকদের মুগ্ধ করে আসছে। সঞ্চালক অমিতাভ বচ্চন সকল প্রতিযোগীদের অনবরত সাহস জোগান। শুরু হয়েছে ‘কেবিসি’-র সিজন ১৭।  আগে গুজব ছড়িয়েছিল এবার নাকি থাকছেন না বিগ বি। তবে সেই খবর  যে ভুয়ো না প্রমাণ হয়েছে ইতিমধ্যেই। আবার স্বমহিমায় ‘কেবিসি’-তে সঞ্চালনার গুরু দায়িত্ব পালন করছেন বলিউড ‘শাহেনশাহ’। তবে এবারের ফরম্যাটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন ফরম্যাট  

‘কেবিসি’-র প্রথম পর্ব দর্শক বেশ পছন্দ করেছে। সোশ্যাল মিডিয়াতেও ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে নেটিজেনরা। বিগ বি জানান যে, এবারের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই সঙ্গে খেলার নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। শোতে প্রতিযোগীরা হট সিটে আসার আগে ‘ফাস্টেস্ট ফিঙ্গারস ফার্স্ট’ খেলেন। সেখানে তাদের সবচেয়ে কম সময়ের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। গত সিজনে বিগ বি এই প্রক্রিয়ায় তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করতেন। কিন্তু এখন তা পরিবর্তন করা হয়েছে। এবার প্রতিযোগীদের শুধু একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যার উত্তর তাদের কম সময়ে সঠিকভাবে দিতে হবে।

‘কেবিসি’-র নতুন নিয়ম 

‘কেবিসি’-তে ‘অডিয়েন্স পোল’ এবং ‘ভিডিও কল আ ফ্রেন্ড’-র মতো  লাইফলাইন রয়েছে। ‘ডাবল ডিপ’ও রয়েছে, যার সাহায্যে প্রতিযোগী একই প্রশ্নের উত্তর দু’বার দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও ‘সুপার স্যান্ডুক’ও রয়েছে যা প্রতিযোগীকে তার জ্ঞানের মাধ্যমে অতিরিক্ত অর্থ জেতার সুযোগ দেয়।

‘সুপার স্যান্ডুক’-এও কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের সিজনের মতো, প্রতিযোগীদের ৯০ সেকেন্ডে ১০ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রতিটি উত্তরের জন্য, তারা ১০,০০০ টাকা পাবে। এই সিজনে, যদি প্রতিযোগী পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দেয়, তাহলে তাকে দুটি বিকল্প দেওয়া হবে। একটি, সে তার প্রাপ্ত অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবে। দ্বিতীয়ত, সে প্রাপ্ত অর্থ দিয়ে তার হারিয়ে যাওয়া লাইফলাইনের মধ্যে একটি পুনরুদ্ধার করতে পারবে।

শোতে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। এবার কেবিসি ‘জনতা কে সাওয়াল’ নামে একটি বিভাগ শুরু করেছে। যেখানে ‘কেবিসি’ টিম দেশের প্রতিটি কোণায় যাবে এবং মানুষের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে। সেখানে বসে থাকা লাইভ দর্শকরা তাদের ভোটিং মিটার দিয়ে উত্তর দেবেন। দর্শকদের কাছ থেকে যে সঠিক উত্তর দেবে, সে শো এবং বিগ বি-র থেকেও পুরষ্কার পাবে।

নতুন সিজনের প্রথম প্রতিযোগী 

‘কেবিসি’র সিজন ১৭-র প্রথম প্রতিযোগী ছিলেন কেরালার তিরুবনন্তপুরমের সুস্মিতা সহায়। তিনি ভারতীয় বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডার ছিলেন। বর্তমানে তিনি একটি সফটওয়্যার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরতা। তিনি তাঁর জীবদ্দশায় নর্দার্ন লাইটস দেখতে চান।

‘স্যান্ডুক’ বিভাগে জিজ্ঞাসা করা ১০টি প্রশ্নের মধ্যে ৬টির সঠিক উত্তর দিয়েছেন সুস্মিতা। যার কারণে তিনি ৬০ হাজার টাকা জিতেছেন। ৬০ হাজার টাকার সাহায্যে, সুস্মিতা তার একটি লাইফলাইন, অডিয়েন্স পোলও পুনরুজ্জীবিত করেছেন। তিনি পুরো পর্ব জুড়ে দুর্দান্ত খেলেছেন। কিন্তু ১২তম প্রশ্নের পর, তিনি খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিগ বি তার খেলার প্রশংসাও করেছেন।

আরও পড়ুন:- লো ব্লাড প্রেশারও বিপজ্জনক, হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? জেনে রাখুন

আরও পড়ুন:- লোকসভায় পাশ নয়া আয়কর বিল, কোন কোন ক্ষেত্রে বদল? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন