আমেরিকায় কর্মসংস্থানের পথে বাধা ! এবার থেকে H-1B ভিসায় বছরে দিতে হবে ৯০ লক্ষ টাকা

By Bangla News Dunia Dinesh

Published on:

আমেরিকায় (US) কর্মসংস্থানের পথে নতুন বাধা বিদেশিদের জন্য। ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন থেকে যে কোনও কোম্পানিকে একজন বিদেশি কর্মীকে H-1B ভিসায় (H-1B visa) স্পনসর করতে বছরে দিতে হবে ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা)। এই সিদ্ধান্তে মার্কিন কর্মীদের চাকরি সুরক্ষিত হবে বলে দাবি হোয়াইট হাউসের। পাশাপাশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীরাই আমেরিকায় কাজের সুযোগ পাবেন।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকায় কর্মরত ভারতীয় আইটি সংস্থাগুলির ওপর প্রভাব ফেলবে। কারণ এই ভিসার বরাবরই একটা বড় অংশীদার ভারত। তাছাড়া মাইক্রোসফট, অ্যামাজন, মেটা সহ একাধিক মার্কিন টেক জায়ান্টের হাজার হাজার ভারতীয় কর্মী রয়েছেন এই ভিসায়। এর ফলে আমেরিকায় কাজের স্বপ্ন বিদেশি কর্মীদের জন্য কার্যত দুঃস্বপ্ন তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভিসার পাশাপাশি মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াতেও কড়াকড়ি শুরু হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন