আমেরিকায় খুন ভারতীয় তরুণ !

By Bangla News Dunia Dinesh

Published on:

প্রকাশে শৌচ কর্মের প্রতিবাদ করায় এক তরুণকে খুনের অভিযোগ উঠল আমেরিকায়। ক্যালিফোর্ফোর্স মৃতের নাম কপিল (২৬)। তিনি হরিয়ানার জিন্দের বাসিন্দা। যদিও ক্যালিফোর্নিয়া পুলিশ এই সমস্যার সমাধান করতে পারে।

কপিল ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এক ব্যক্তি খোলা জায়গায় শৌচকর্ম সারতে তাঁকে বারণ কপিল। অভিযোগ, তিনি তরুণকে লক্ষ্য করে চালান অভিযুক্ত। কপিল বিকল্প লুট পড়ান। পরপরই প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেন। কপিলকে দ্রুত নিকটবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মরহুম তাঁকে দেন। অনেক কথা বলা হয়নি। ভোট, কপিল দেহ দেশে ফেরত আনতে চেয়েছে তাঁর পরিবার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন