আমেরিকায় H-1B ভিসার পালটা চিনের K ভিসা

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার (America) নতুন H-1B ভিসা (VISA) গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। এরই মধ্যে পালটা চাল খেলল চিন (china)। গোটা বিশ্বের প্রতিভাবান মেধাবীদের চিনে টানতে নতুন এক ধরনের ভিসা চালুর ঘোষণা করল চিন। যার নাম K ভিসা। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিংয়ে মেধাবী পেশাদারদের নিজেদের দেশে টানতে চিন এই বিশেষ ব্যবস্থা করেছে। ১ অক্টোবর থেকে ওই ভিসা কার্যকর শুরু হবে।

বর্তমানে চিনে ১২টি সাধারণ ভিসা রয়েছে। সেগুলির তুলনায় এই K ভিসায় অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। এই ভিসার জন্য কোনও চিনের কোম্পানির কাছ থেকে আমন্ত্রণপত্রের দরকার হবে না। K ভিসা দিয়ে চিনে একাধিকবার প্রবেশ করা যাবে। পাশাপাশি এই ভিসার মেয়াদও অনেক বেশি। এই ভিসায় নিয়ে চিনে গিয়ে পড়াশোনা, সাংস্কৃতিক বা বৈজ্ঞানিক কাজের পাশাপাশি ব্যবসা করা যাবে।

চিন সরকারের আইন মন্ত্রক জানিয়েছে, K ভিসা দেওয়া হবে যে কোনও দেশের তরুণ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের। এছাড়াও যাঁরা চিন বা অন্য কোনও দেশে ভালো বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে STEM বিষয়ে ব্যাচেলর বা তার বেশি ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাই ওই ভিসার জন্য যোগ্য। এর পাশাপাশি যারা এধরনের প্রতিষ্ঠানে শিক্ষকতা বা গবেষণার কাজের সঙ্গে যুক্ত, তারাও আবেদন করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা নতুন H-1B ভিসার জন্য বছরে ১ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা চাপিয়েছে। ঠিক ওই সময়ে চিনের এই নতুন ভিসা পেশাদারদের কাছে একটি নতুন সুযোগ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন