আমেরিকার গোয়েন্দা প্রধানকে কুম্ভের জল উপহার মোদীর, পাল্টা কী দিলেন তুলসী? দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপহার হিসেবে তাঁর হাতে মহাকুম্ভের পবিত্র জল তুলে দেন নমো। এদিকে গ্যাবার্ড প্রধানমন্ত্রীকে তুলসীর মালা দেন।

 

রবিবার সকালে নয়াদিল্লি পৌঁছেছেন তুলসি গ্যাবার্ড। গোয়েন্দা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে ভারতীয় আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছিলেন। তারপরই এই দেশে এলেন তুলসী। সোমবার তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। ভারত-মার্কিন সম্পর্ক দিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন:- সুনীতারা পৃথিবীতে ফেরার পথে স্পেস স্টেশন থেকে কীভাবে বিচ্ছিন্ন হলেন? দেখুন ভিডিও

 

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তুলসি গ্যাবার্ড সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তার মতো হুমকি নিয়ে আলোচনা করেছেন। কীভাবে এগুলোর সঙ্গে মোকাবিলা করা যায় তা নিয়েও দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হয়। নিষিদ্ধ খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী এবং তার প্রতিষ্ঠাতা প্রধান গুরপতবন্ত সিংহ পন্নুনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তুলসীর কাছে দাবি জানান রাজনাথ। ডোভাল এবং রাজনাথের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সরকারের গোয়েন্দাপ্রধানের বৈঠকে অবৈধ অভিবাসন, মাদক বিরোধিতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা, যৌনশোষণ রোধ ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন:- ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন

আরও পড়ুন:- আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে, মা-বাবারা এই ভুলগুলো করছেন না তো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন