Bangla News Dunia, Pallab : শুল্কযুদ্ধের মাঝে আমেরিকার সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল কানাডা (US-Canada)। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আমেরিকায় রপ্তানি করা সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। এনিয়ে ক্ষোভপ্রকাশ করেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে (Mark Carney)। তারপরই তিনি জানান, আমেরিকা এবং কানাডার ‘অতীতের সুসম্পর্ক’ শেষ। বৃহস্পতিবার কানাডার ক্যাবিনেট জরুরি বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা বলেন কার্নে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির জবাব লড়াইয়ের মাধ্যমে দেওয়ার কথা বলেন কার্নে। তিনি বলেন, ‘আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। পালটা শুল্ক ঘোষণা করা হবে। এর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমেরিকাতেই।’
সামনেই কানাডায় সাধারণ নির্বাচন। বুধবার ট্রাম্প গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশে শুল্ক চাপানোর কথা যখন ঘোষণা করেন, সেই সময় ভোটপ্রচারে বেরিয়েছিলেন কার্নে। ট্রাম্পের ঘোষণা শুনেই ভোটপ্রচার থামিয়ে অটোয়ায় ফিরে আসেন তিনি। তড়িঘড়ি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। ট্রাম্পের গাড়ির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন কার্নে। তাঁর কথায়, দু’দেশের বাণিজ্যচুক্তি লঙ্ঘন করছে আমেরিকা।