আমেরিকায় বসে রাখীর ফটো পোষ্ট করলেন লাস্যময়ী সানি লিওনি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- সানি লিওনি নামে পরিচিত হলেও তিনি একজন জন্মসূত্রে ভারতীয় বংশোভূত। তার আসল নাম করেনজিত কৌর ভোরহা , তার বাবা একজন তিব্বতিয়ান ও মা ভারতের হিমাচল প্রদেশের মেয়ে। ১৯৮১ সালে এক পাঞ্জাবি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৮ সালে তার মা ও মারা যান।

যেহেতু তার পরিবার ভারতীয় তাই তিনি ভারতীয় রীতি ভালো করেই জানেন। সানি লিওনি ভারতীয় হিন্দি চলচিত্র জগতে একটি পরিচিত নাম।বর্তমানে তিনি আমেরিকায় আছেন। তিনি আমেরিকায় থেকে ও ভারতীয় উৎসব রাখীর কথা ভোলেননি। তিনি তার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন যে খানে দেখা যাচ্ছে তার দত্তক কন্যা তার দুই ভাইকে রাখী পড়েছেন এমন কি সে তার বাবাকেও রাখী পড়িয়েছে।

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন