Bangla News Dunia, Pallab : আমেরিকা (America) থেকে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, মুনির এদিন ভারতের সঙ্গে সিন্ধু জলবন্টন নিয়েও কথা বলেন। ভারতকে (INDIA) সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানান, ভারত বাঁধ তৈরি করুক। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। বাঁধের কাজ হয়ে গেলেই ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেওয়া হবে। সিন্ধু ওদের পৈতিৃক সম্পত্তি নয়।’
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
তাদের দেশকে পাবমানবিক শক্তিধর দেশ দাবি করে ভারতকে খোঁচা দেন পাক সেনা প্রধান। তাঁর দাবি, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে শেষ হব।’
ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানের শিল্পপতি ও সম্মানসূচক কনসাল আদনান আসাদ একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত হয়ে ভারতকে এমনভাবে কটাক্ষ করেন মুনির।
মুনির এদিন ভারতকে কটাক্ষ করে বললেন, ‘ভারত আসলে বাইরে থেকে চকচকে, ঝকঝকে। কিন্তু ভেতরে ফাঁপা। আর আমরা কাঁকড়ভর্তি নোংরা ট্রাক। সেই ট্রাক যদি গাড়িটাকে ধাক্কা দেয়, তাহলে ক্ষতি কার হবে?’
ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়েও কটাক্ষ করেন মুনির। কানাডায় শিখ নেতা খুন, কাতারে আট ভারতীয় নৌসেনা অফিসার গ্রেপ্তার, কুলভূষণ যাদব মামলার মতো ঘটনা উল্লেখ করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ তোলেন তিনি।
মুনির এই সফরে মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। ট্যাম্পায় মার্কিন সেন্ট্রাল কম্যান্ডোর অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন এবং নতুন কম্যান্ডোর অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুনির কুরিল্লার নেতৃত্বের প্রশংসা করেন ও কুপারের সঙ্গে যৌথ নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার আশ্বাস দেন।
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনের সঙ্গেও তাঁর বৈঠক হয় এবং পাকিস্তান সফরে তাঁকে মুনির আমন্ত্রণ জানান বলে খবর।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়