আয়ুষ্মান কার্ড থাকলেই মিলবে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা ! ঘরে বসেই এভাবে বানিয়ে ফেলুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। আর কেন্দ্র সরকারের ঠিক এমনই একটি প্রকল্প হল আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Card), যেখানে দেশের কোটি কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাচ্ছে। 

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

তবে এই কার্ড বানানোর জন্য আর লাইনে দাঁড়ানোর কোন ঝামেলা নেই। সরাসরি মোবাইল অ্যাপ থেকেই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু কীভাবে? চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।

কী এই আয়ুষ্মান কার্ড?

আয়ুষ্মান কার্ড হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তৈরি একটি স্বাস্থ্য সাথী কার্ড। ২০১৮ সালে চালু হয়েছিল এই কার্ড এবং এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র এবং অসহায় পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সাহায্য দেওয়া হয়ে থাকে।

ঘরে বসেই বানান আয়ুষ্মান কার্ড

আপনার বা পরিবারের সদস্যের জন্য আয়ুষ্মান কার্ড তৈরি করতে চাইলে এবার শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • তারপর অ্যাপ ওপেন করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।
  • তারপর Beneficiary অপশনে গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে।
  • তারপর Search for Beneficiary অপশনে গিয়ে স্কিম হিসেবে PM-JAY বেছে নিতে হবে 
  • এরপর রাজ্য এবং জেলা সিলেক্ট করতে হবে।
  • এরপর আধার নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • এরপর আপনার পরিবারের সদস্যদের নাম দেখা যাবে।
  • যাদের কার্ড তৈরি করা হয়নি, তাদের নামের পাশে Authenticate লেখা থাকবে।
  • এরপর সেখানে ক্লিক করে সদস্যদের আধার নম্বর দিলে এবং ওটিপি দিয়ে ফটো আপলোড করতে হবে।
  • এরপর মোবাইল নম্বর এবং যাবতীয় তথ্য লিখে ফর্ম সাবমিট করতে হবে।
  • তথ্য যাচাই করা হয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই অ্যাপের মাধ্যমে কার্ড পাওয়া যাবে।

কী কী ডকুমেন্ট লাগবে?

আয়ুষ্মান কার্ড বানানোর জন্য আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার পড়ে। তবে ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ড থাকলে অতিরিক্ত সুবিধা মিলতে পারে। 

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন