Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শুরুতে খানিকটা স্বস্তি দিল সোনা। কলকাতায় কমল সোনার দাম। আর কয়েক দিন বাদেই পয়লা বৈশাখ। মাসের শেষে রয়েছে অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনার চল রয়েছে। গত কয়েক দিনে যে হারে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল, তাতে বিপাকে পড়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোনা কিনতে হিমশিম খাচ্ছিলেন ক্রেতারা। অবশেষে দাম কমায় স্বস্তি মিলল। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে…
কলকাতায় সোনার দাম কত?
সোমবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ২৮৫ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৩১০ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।
আরও পড়ুন:- নকল ওষুধ রুখতে বড়সড় পদক্ষেপ রাজ্যের। জানতে বিস্তারিত পড়ুন
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৩৮ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৬৬ টাকা। ফলে সোনার দাম কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮২ হাজার ৮৫০ টাকা। গতকাল ছিল ৮৩ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯০ হাজার ৩৮০ টাকা। গতকাল ছিল ৯০হাজার ৬৬০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।
আরও পড়ুন:- মাছ-মাংসের মতো প্রোটিন আছে এই ৪ খাবারে, বিস্তারিত জেনে নিন